Logo

আজ থেকে বাড়তি দামে বিক্রি হবে ভোজ্যতেল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ ডিসেম্বর, ২০২৫, ১২:৫২
29Shares
আজ থেকে বাড়তি দামে বিক্রি হবে ভোজ্যতেল
ছবি: সংগৃহীত

দেশের বাজারে ভোজ্যতেলের দাম বৃদ্ধি পেয়েছে। নতুন দামে লিটার প্রতি ৬ টাকা বাড়তি রেটে ভোজ্যতেল বিক্রি হবে, যা আজ সোমবার (৮ ডিসেম্বর) থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞাপন

গত রবিবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ভোজ্যতেলের নতুন দাম সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা এবং আন্তর্জাতিক বাজারের মূল্যের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

নতুন দামের হিসাব অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের লিটার প্রতি দাম বেড়ে ১৯৫ টাকা হয়েছে। ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৫৫ টাকা। এছাড়া, খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

ভোক্তাদের জন্য এই মূল্য বৃদ্ধি বাজারে সরাসরি প্রভাব ফেলতে পারে, বিশেষ করে দৈনন্দিন রান্নার খরচে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির কারণে এ সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD