৫ ব্যাংকের গ্রাহকদের বড় সুখবর জানাল কেন্দ্রীয় ব্যাংক

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, পাঁচটি ব্যাংকের গ্রাহকদের আমানত নতুন গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এ স্থানান্তরের কাজ শেষ পর্যায়ে রয়েছে। আগামী সপ্তাহের মধ্যে সব হিসাব স্বয়ংক্রিয়ভাবে নতুন ব্যাংকে স্থানান্তরিত হবে।
বিজ্ঞাপন
শনিবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. আরিফ হোসেন খান এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন হলে এই পাঁচটি ব্যাংকের সব গ্রাহক তাদের হিসাব নতুন ব্যাংকের হিসাবে ব্যবহার করতে পারবেন। গ্রাহকরা তাদের পুরনো চেক বই ব্যবহার করেই সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত তুলে নিতে সক্ষম হবেন।
বিজ্ঞাপন
মুখপাত্র আরও বলেন, গ্রাহকদের আমানত নিরাপদ থাকবে এবং জমার ওপর প্রচলিত হারে মুনাফা অব্যাহত থাকবে। যেহেতু নতুন ব্যাংকটি রাষ্ট্রীয় মালিকানাধীন হবে, তাই জনগণের আস্থা বাড়বে এবং আমানত তুলে নেওয়ার চাপও কমবে।
এই পদক্ষেপটি সরকারের বৃহত্তর প্রচেষ্টার অংশ, যার লক্ষ্য হলো শরিয়াহভিত্তিক রুগ্ন ব্যাংকগুলোকে একীভূত করে একটি স্থিতিশীল ব্যাংকিং ব্যবস্থা তৈরি করা। কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, নতুন ব্যাংক স্থাপনার মাধ্যমে ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফিরবে এবং গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার হবে।
বিজ্ঞাপন
এছাড়া স্থানান্তর প্রক্রিয়ার পর, গ্রাহকরা তাদের নতুন ব্যাংকের হিসাবের মাধ্যমে আগের মতোই সব ধরনের লেনদেন করতে পারবেন, যা ব্যাংকিং খাতে সাশ্রয়ী ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে।








