Logo

রেকর্ড ছোঁয়ার পর এবার বিশ্ববাজারে নিম্নমুখী সোনা-রুপার দাম

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৫ ডিসেম্বর, ২০২৫, ২০:৪৬
21Shares
রেকর্ড ছোঁয়ার পর এবার বিশ্ববাজারে নিম্নমুখী সোনা-রুপার দাম
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে সোনার দাম ৪ হাজার ৫০০ ডলারের ঐতিহাসিক রেকর্ড অতিক্রম করার পর সামান্য কমেছে। বুধবার (২৪ ডিসেম্বর) লেনদেনের শুরুতে প্রতি আউন্স সোনা ৪,৫২৫.১৮ ডলারে পৌঁছায়। তবে বিনিয়োগকারীরা বড় মুনাফা তুলে নেওয়ায় দাম সামান্য পতনের মুখ দেখেছে।

বিজ্ঞাপন

রয়টার্সের তথ্যমতে, স্পট মার্কেটে সোনার দাম ০.২ শতাংশ কমে বর্তমানে ৪,৪৭৯.৩৮ ডলারে অবস্থান করছে।

কিটকো মেটালসের সিনিয়র বিশ্লেষক জিম উইকফ বলেন, রেকর্ড উচ্চতার পর বাজারে স্বাভাবিক মুনাফা তুলে নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। তবে মার্কিন সুদের হার কমার সম্ভাবনা এবং বৈশ্বিক অনিশ্চয়তার কারণে সোনার চাহিদা দীর্ঘমেয়াদে শক্তিশালী থাকবে।

বিজ্ঞাপন

সোনা ছাড়াও রুপার বাজারে ছিল তীব্র ওঠাপড়া। সর্বকালের সর্বোচ্চ ৭২.৭০ ডলার স্পর্শ করার পর রুপার দাম কমে আউন্স প্রতি ৭১.৯৪ ডলারে দাঁড়িয়েছে। এ বছর রুপার দাম বেড়েছে ১৪৯ শতাংশ, যেখানে সোনার দাম বেড়েছে ৭০ শতাংশের বেশি।

প্লাটিনামের বাজারও অস্থির দেখা দিয়েছে। ২,৩৭৭ ডলারের রেকর্ড স্পর্শ করার পর এটি ২,২২০ ডলারে নেমে এসেছে। প্যালাডিয়ামের দামেও বড় পতন লক্ষ্য করা গেছে।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক বাজারে এই অস্থিরতার প্রভাব পড়েছে বাংলাদেশের স্থানীয় বাজারেও। ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২,২২,০৮৩ টাকায়। ২১ ক্যারেটের দাম ২,১১,৯৯৩ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১,৮১,৭২৫ টাকা। সনাতন পদ্ধতির সোনার ভরি এখন ১,৫১,৩৯৯ টাকায় বিক্রি হচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, বিশ্ববাজারে এই ওঠাপড়া অব্যাহত থাকলে দেশের স্থানীয় সোনার দামেরও বৃদ্ধি হতে পারে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD