Logo

৩ বিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ ডিসেম্বর, ২০২৫, ১৯:৪৬
10Shares
৩ বিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত

চলতি অর্থবছরে প্রবাসী আয় (রেমিট্যান্স) উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় দেশের ব্যাংকগুলোতে অতিরিক্ত ডলার জমা হয়েছে। বৈদেশিক মুদ্রার যোগান ও চাহিদার ভারসাম্য বজায় রাখা এবং মুদ্রাবাজারে স্থিতিশীলতা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে ডলার ক্রয় করছে বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞাপন

এর অংশ হিসেবে তিনটি বাণিজ্যিক ব্যাংক থেকে মোট ১১ কোটি ডলার কেনা হয়েছে। মাল্টিপল প্রাইস অকশন (এমপিএ) পদ্ধতিতে অনুষ্ঠিত এ ক্রয়ে ডলারের এক্সচেঞ্জ রেট ছিল প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা।

রবিবার (২৮ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

বিজ্ঞাপন

তিনি জানান, শুধুমাত্র চলতি ডিসেম্বর মাসে বাংলাদেশ ব্যাংক ৯২ কোটি ডলার কিনেছে। আর চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের ডলার ক্রয় হয়েছে মোট ৩ হাজার ৫৬ মিলিয়ন বা প্রায় ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার।

দেশে প্রবাসী আয়ের ধারাবাহিক বৃদ্ধিও লক্ষ্য করা গেছে। চলতি ডিসেম্বরের ১ থেকে ২০ তারিখের মধ্যে দেশে এসেছে ২১৭ কোটি ২১ লাখ ডলার রেমিট্যান্স, যা গত বছরের একই সময়ে ১৯৮ কোটি ৩০ লাখ ডলারের তুলনায় প্রায় সাড়ে ৯ শতাংশ বেশি। জুলাই থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত রেমিট্যান্স এসেছে ১ হাজার ৫২১ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৬ শতাংশ বেশি।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, হুন্ডি প্রতিরোধে সরকারের উদ্যোগ, কেন্দ্রীয় ব্যাংকের প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের উন্নতি প্রবাসী আয়ের বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এদিকে, গত নভেম্বর মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩৫ হাজার ২৫২ কোটি টাকার সমতুল্য (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD