Logo

কাঁচাবাজারে স্বস্তি, টমেটো-শসায় অস্বস্তি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ জানুয়ারি, ২০২৬, ১২:৩৯
কাঁচাবাজারে স্বস্তি, টমেটো-শসায় অস্বস্তি
ছবি: সংগৃহীত

রাজধানীর কাঁচাবাজারে শীতের পূর্ণ আমেজ লক্ষ করা যাচ্ছে। দীর্ঘদিন চড়া দামের পর শীতকালীন মৌসুমি সবজির সরবরাহ বাড়ায় অধিকাংশ সবজির দাম এখন সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে এসেছে। বর্তমানে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৪০ থেকে ৫০ টাকায়। তবে শসা ও পাকা টমেটোর দাম এখনো তুলনামূলক বেশি রয়ে গেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (০২ জানুয়ারি) রাজধানীর কাওরান বাজার, মালিবাগ, রামপুরা, খিলগাঁওসহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে প্রতি কেজি মুলা ও শালগম বিক্রি হচ্ছে ৪০ টাকায়। এ ছাড়া শিম, বেগুন ও মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪৫ থেকে ৫০ টাকা এবং পেঁপে ৪০ টাকা। ফুলকপি প্রতি পিস ৩০ থেকে ৪০ টাকা ও বাঁধাকপি ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে প্রতি কেজি পাওয়া যাচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। তবে পাকা টমেটো ও শসার কেজি এখনো ১০০ টাকায় স্থির রয়েছে। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজি দরে ১০০ থেকে ১২০ টাকা। এ ছাড়া গাজর ৫০ টাকা, কাঁচা টমেটো ৪০ টাকা এবং পেঁয়াজের ফুল প্রতি মুঠো ১৫ টাকায় পাওয়া যাচ্ছে।

বিজ্ঞাপন

সাপ্তাহিক ছুটির দিনে খিলাগাঁওয়ে বাজার করতে আসা সরকারি চাকরিজীবী মো. বাকি বিল্লাহ বলেন, আজ বাজারে এসে আমি অনেকটা শীতের আমেজ পেয়েছি। অন্য সময় সবজি অনেক বেশি দামে কিনতে হতো, সেই তুলনায় আজ দাম কম। অধিকাংশ সবজিই ৩০ থেকে ৪০ টাকার মধ্যে। তবে দুই-একটি সবজির দাম বেশি। সব মিলিয়ে সবজির দাম তুলনামূলক কমেছে।’ বিক্রেতারা বলছেন, মৌসুম চলায় বাজারে সবজির প্রচুর সরবরাহ রয়েছে।

অন্যদিকে রামপুরা বাজারের সবজি বিক্রেতা শহিদুল ইসলাম বলেন, বাজারে সবজির সরবরাহ প্রচুর, সব ধরনের সবজির দাম এখন কম যাচ্ছে। সরবরাহ বাড়ায় মূলত দাম কমেছে। তবে রাস্তা খরচ ও বিভিন্ন সিন্ডিকেটের দৌরাত্ম্য না থাকলে সাধারণ মানুষ আরও কম দামে সবজি কিনতে পারত।

বিজ্ঞাপন

দীর্ঘদিন সবজির দাম বাড়তি থাকার পর এখন শীত মৌসুমে দাম একেবারেই কমে এসেছে বলে তিনি জানান।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD