Logo

গভর্নর হিসেবে ব্যর্থ হইনি, উপদেষ্টা হিসেবেও ব্যর্থ হবো না

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ জানুয়ারি, ২০২৬, ১৮:১৩
গভর্নর হিসেবে ব্যর্থ হইনি, উপদেষ্টা হিসেবেও ব্যর্থ হবো না
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ । ছবি: সংগৃহীত

গভর্নর হিসেবে ব্যর্থ হইনি, উপদেষ্টা হিসেবেও ব্যর্থ হবো না -এমন মন্তব্য করে আশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। দেশের অর্থনীতিকে দ্রুত সামনের দিকে এগিয়ে নেওয়াই তার বড় চ্যালেঞ্জ বলে তিনি উল্লেখ করেছেন।

বিজ্ঞাপন

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ব্যাংকিং অ্যালমানাকের সপ্তম সংস্করণ প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংক কর্মকর্তারা, ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ব্যবসায়ী সমাজের সহযোগিতা ছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সহজ নয়। তাই ব্যবসায়ীদের সমর্থন প্রয়োজন। দেশের ব্যাংকিং ব্যবস্থা বর্তমানে অনেকটাই স্থিতিশীল, তবে বর্তমান পরিস্থিতিতে ঋণের সুদহার কমানো এখনই সহজ নয়।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, অনুষ্ঠানে ব্যাংকাররা দেশের ব্যাংকিং ব্যবস্থার বেহাল দশা নিয়ে সমালোচনা করেছেন। তারা উল্লেখ করেছেন, পূর্বে লাইসেন্স প্রদানে বাছ-বিচারহীনতা এবং অসতর্কতার কারণে ব্যাংকিং খাতের স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া সাবেক অর্থ উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমানও মন্তব্য করেন, অর্থনীতি ভঙ্গুর অবস্থার পর কিছুটা উন্নতি পেয়েছে, তবে তা এখনও সন্তোষজনক পর্যায়ে পৌঁছায়নি।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD