Logo

তাপদাহ: ঢাকাসহ ৫ জেলার স্কুল সোমবার বন্ধ

profile picture
জনবাণী ডেস্ক
২৯ এপ্রিল, ২০২৪, ০৭:১০
702Shares
তাপদাহ: ঢাকাসহ ৫ জেলার স্কুল সোমবার বন্ধ
ছবি: সংগৃহীত

নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে সেসব শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ চাইলে খোলা রাখতে পারবে।

অতি তীব্র তাপদাহের কারণে ঢাকাসহ ৫ জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল সোমবার (২৯ এপ্রিল) বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। অন্যান্য জেলা হলো-  চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী। 

রবিবার (২৮ এপ্রিল) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এতে বলা হয়, দেশের চলমান তাপদাহের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে পরামর্শক্রমে ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সোমবার বন্ধ থাকবে। তবে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শীতাতাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে সেসব শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ চাইলে খোলা রাখতে পারবে।

বিজ্ঞাপন

আফামীকালসোমবার পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

ঈদের ছুটির পর তীব্র তাপদাহের কারণে এক সপ্তাহ ছুটি বাড়িয়ে রবিবার (২৮ এপ্রিল) শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। খুলে দেওয়ার দিনই বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষক অসুস্থ হওয়ার কবর পাওয়া গেছে।

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD