Logo

ডুসাকের নতুন পৃষ্ঠপোষক পরিষদ ও উপদেষ্টা পরিষদ গঠিত

profile picture
জনবাণী ডেস্ক
১২ মে, ২০২৪, ০১:১৪
56Shares
ডুসাকের নতুন পৃষ্ঠপোষক পরিষদ ও উপদেষ্টা পরিষদ গঠিত
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের প্রস্তাব অনুযায়ী ডুসাকের গঠনতন্ত্রের বিভিন্ন ধারা এবং অনুচ্ছেদ সংশোধন করা হয়

বিজ্ঞাপন

আল জুবায়ের: ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা(ডুসাক) এর সাত সদস্যের পৃষ্ঠপোষক পরিষদ এবং ২৯ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।

শুক্রবার (১০ মে) সকাল দশটায় ডাকসু টিচার্স লাউঞ্জে ডুসাকের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় ডুসাকের সাধারণ সদস্যরা ভোটের মাধ্যমে পৃষ্ঠপোষক পরিষদ ও উপদেষ্টা পরিষদ গঠন করেন। এছাড়াও শিক্ষার্থীদের প্রস্তাব অনুযায়ী  ডুসাকের গঠনতন্ত্রের বিভিন্ন ধারা এবং অনুচ্ছেদ সংশোধন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ডুসাকের সভাপতি মো: সাইফুল ইসলাম এবং সঞ্চালনা করেন ডুসাকের  সাধারণ সম্পাদক মোস্তফা ইকবাল হৃদয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উক্ত সাধারণ সভায় পৃষ্ঠপোষক হিসেবে যারা নির্বাচিত হয়েছেন :

মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাজি সাহিদুজ্জামান টরিক, ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালা, মোল্লা গ্রুপের চেয়ারম্যান মো: শহিদুল হক মোল্লা, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো: জাফর হোসেন, ডিএমপি উত্তরা পুলিশের ডিসি শাহজাহান সাজু এবং রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বাবু।

বিজ্ঞাপন

সর্বমোট ২৯ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন তাদের মধ্যে প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে ৭ জন অন্তর্ভুক্ত রয়েছেন। তারা হলেন-

আবুল খায়ের লিমিটেডে কর্মরত হাবিবুর রহমান (প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক), সিনিয়র সাংবাদিক আহমেদ পিপুল, মো: জাহাঙ্গীর আলম (সদস্য), মো: শাহজাহান আলী (সদস্য) চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক (বর্তমান), মো: মহসিন কবীর (সদস্য), মির্জা সায়েম মাহমুদ বিপুল (সদস্য) পুলিশ সুপার (বর্তমান) এবং শিবলী হুসাইন আহমেদ(সদস্য)।

বিজ্ঞাপন

১৫ জন নতুন উপদেষ্টা হিসেবে যারা নির্বাচিত হয়েছেন :

বিজ্ঞাপন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো রুহুল আমিন, বিশিষ্ট সংগীত শিল্পী, সুরকার ও গীতিকার শফিক তুহিন, রাঙামাটি জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ, পিএসসির পরিচালক আনিসুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের অধ্যাপক ড.রুহুল কুদ্দুস শিপন, এম. আর. লজিস্টিকস বিডি লি: এর ব্যবস্থাপনা পরিচালক ও চুয়াডাঙ্গা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এখলাছ উদ্দীন সুজন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন, রুহুল আমিন মল্লিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মিথুন কুমার সাহা, ব্যাংক কর্মকর্তা মাসুদ-উর-রহমান, ট্যাক্স কর্মকর্তা মাসুদুর রহমান জোয়াদ্দার হিরন, ট্যাক্স কর্মকর্তা তরিকুল ইসলাম, ব্যাংক কর্মকর্তা আনিসুর রহমান, ডুসাকের সাবেক সভাপতি মো:জাহাঙ্গীর আলম, ডুসাকের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন তাজ।

বাৎসরিক এই সাধারণ সভায় সংগঠনের শতাধিক সাধারণ সদস্য উপস্থিত থেকে মতামত ও ভোট দানের মাধ্যমে নতুন পরিষদ সমূহ নির্বাচন ও গঠনতন্ত্র সংশোধণ করেন। সভা শেষে উপস্থিত সকলের মধ্যহ্নভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD