দুই হাত নেই, পা দিয়ে লিখে আলিম পাস করলেন নাটোরের রাসেল

অভাব-অনটনের মধ্যেও রাসেলের পড়াশোনার প্রতি আলাদা স্পৃহা দেখে তার দরিদ্র বাবা-মা হাল ছাড়েননি।
বিজ্ঞাপন
দুই হাত নেই, পা দিয়ে লিখে আলিম পাস করেছেন নাটোরের সিংড়া উপজেলার প্রতিবন্ধী শিক্ষার্থী রাসেল মৃধা। উপজেলার শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদরাসা থেকে চলতি বছর আলিম পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৩ দশমিক ২৯ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদরাসারপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা মো. মোতাররফ হোসেন বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ৬৫ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেননি কেউ
বিজ্ঞাপন
তিনি বলেন, “অভাব-অনটনের মধ্যেও রাসেলের পড়াশোনার প্রতি আলাদা স্পৃহা দেখে তার দরিদ্র বাবা-মা হাল ছাড়েননি।”
জানা যায়, রাসেল মৃধা সিংড়া পৌর শহরের শোলাকুড়া মহল্লার দিনমজুর আব্দুর রহিম মৃধার ছেলে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: এবারও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা
বিজ্ঞাপন
শিক্ষার্থী রাসেল মৃধা বলেন, “আলিম পাস করায় আমি খুব আনন্দিত। আমার লেখাপড়ার পেছনে সবচেয়ে বেশি অবদান মা-বাবার। তাদের পাশাপাশি শিক্ষকরাও আমাকে সহযোগিতা করেছেন। আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির সেবা করতে চাই।”
জেবি/এসবি