Logo

২৬ সেপ্টেম্বর থেকে আমরণ অনশনের হুঁশিয়ারি দিল প্রাথমিক শিক্ষকরা

profile picture
জনবাণী ডেস্ক
৩১ আগস্ট, ২০২৫, ০৪:৪১
79Shares
২৬ সেপ্টেম্বর থেকে আমরণ অনশনের হুঁশিয়ারি দিল প্রাথমিক শিক্ষকরা
ছবি: সংগৃহীত

বেতন-ভাতা বৃদ্ধি ও পদোন্নতিসহ তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ থেকে সরকারকে আলটিমেটাম দিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

বিজ্ঞাপন

বেতন-ভাতা বৃদ্ধি ও পদোন্নতিসহ তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ থেকে সরকারকে আলটিমেটাম দিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

তারা ঘোষণা দিয়েছেন, আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে দাবি মেনে না নিলে ২৬ সেপ্টেম্বর থেকে আমরণ অনশন শুরু করবেন সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শনিবার বিকেল ৪টার দিকে ‘সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ আয়োজিত মহাসমাবেশে এ ঘোষণা আসে। এতে প্রাথমিক শিক্ষকদের ছয়টি সংগঠন একত্রিত হয়ে অংশ নেয়।

মহাসমাবেশে বিএনপি, জামায়াত, এনসিপি, গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন এবং শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শিক্ষকদের তিন দফা দাবি হলো- ১. সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন-ভাতা প্রদান, ২. শতভাগ শিক্ষককে পদোন্নতির ব্যবস্থা এবং ৩. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন।

বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, সরকারের পক্ষ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে দাবি না মানা হলে ২৬ সেপ্টেম্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচি শুরু করা হবে।

বিজ্ঞাপন

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD