Logo

পিছিয়ে যাচ্ছে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ ডিসেম্বর, ২০২৫, ১৬:৩০
99Shares
পিছিয়ে যাচ্ছে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা
ফাইল ছবি।

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা দুই থেকে তিন মাস পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্তের পথে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের এপ্রিলের শেষ দিকে অথবা মে মাসের শুরুতে এই পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। এক সপ্তাহের মধ্যেই পরীক্ষার রুটিনসহ প্রয়োজনীয় সব সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাধারণত ফেব্রুয়ারি মাসেই এসএসসি পরীক্ষা শুরু হয়। তবে নির্বাচনের সময় দেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়ায় ওই সময়ে পরীক্ষা আয়োজন করা সম্ভব নয়। এ কারণেই এসএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

জানা গেছে, ২০২০ সাল পর্যন্ত এসএসসি বা সমমান পরীক্ষা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হয়ে মার্চের মধ্যে শেষ করা হতো। তবে ২০২১ সালে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সে ধারায় ছেদ পড়ে। কোভিডের কারণে ওই বছরের ১৪ নভেম্বর থেকে পরীক্ষা নেওয়া হয়।

বিজ্ঞাপন

২০২৩ সালে শুরু হয় এপ্রিলের ৩০ তারিখ। এর আগে ২০২২ সালের পরীক্ষা শুরু হয় ১৫ সেপ্টেম্বর। সর্বশেষ ২০২৪ সালের এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল ১৫ ফেব্রুয়ারি। এর মাধ্যমে স্বাভাবিক সময়ে ফেরে এ পাবলিক পরীক্ষা। তবে ২০২৬ সালের নির্বাচনের কারণে আগের বছরের তুলনায় এসএসসি পরীক্ষা আবারও অন্তত তিন মাস পেছাচ্ছে।

এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, চলতি সপ্তাহ বা আগামী সপ্তাহে বোর্ডের একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সভাতেই এসএসসি পরীক্ষার তারিখ ও রুটিন চূড়ান্ত করা হবে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, চলতি মাসের মধ্যেই ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হবে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD