Logo

জাবি ভর্তি পরীক্ষায় চ্যাটজিপি ব্যবহার, শিক্ষার্থী আটক

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ ডিসেম্বর, ২০২৫, ১৬:১১
8Shares
জাবি ভর্তি পরীক্ষায় চ্যাটজিপি ব্যবহার, শিক্ষার্থী আটক
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ (সম্মান) ‘বি’ ইউনিট (সমাজ বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষার সময় কৃত্রিম বুদ্ধিমত্তা (চ্যাটজিপিটি) ব্যবহার করে উত্তর বের করার অভিযোগে এক ছাত্রী আটক হয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় দ্বিতীয় শিফটের পরীক্ষা চলাকালে জহির রায়হান অডিটোরিয়ামের দুই নাম্বার কক্ষ থেকে তাকে আটক করা হয়। আটক পরীক্ষার্থীকে পরে প্রক্টর অফিসে নিয়ে গিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, শিক্ষার্থীর নাম সাদিয়া আমির মাহি। তিনি কক্সবাজার চকরিয়ার আমির হোসেন জুয়েলের মেয়ে। তার স্বীকারোক্তিতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সময় তিনি একটি মোবাইল ফোন ব্যবহার করে প্রশ্নপত্রের ছবি তুলে চ্যাটজিপিটি ব্যবহার করে উত্তর বের করেছেন। পরীক্ষাকেন্দ্রে কেন্দ্রীয় পরিদর্শক তাকে দেখে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করেন।

বিজ্ঞাপন

হলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক জানান, প্রথমে শিক্ষার্থীকে সন্দেহ হওয়ায় তাকে পিছনের সিট থেকে সামনের সিটে বসানো হয়। কিন্তু সামনের সিটেও তিনি মোবাইলে চ্যাটজিপিটি ব্যবহার করেন। পরে তাকে হাতেনাতে ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক রাশেদুল আলম জানিয়েছেন, সংশ্লিষ্ট অনুষদের ইউনিট প্রধানকে জানানো হয়েছে যেন শিক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয় এবং ভবিষ্যতে জাবিতে পরীক্ষা দেওয়ার সুযোগ না থাকে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD