Logo

যেভাবে ডাউনলোড করা যাবে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ ডিসেম্বর, ২০২৫, ১৯:১৯
10Shares
যেভাবে ডাউনলোড করা যাবে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র
ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য প্রবেশপত্র ডাউনলোডের কার্যক্রম শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে শুরু হয়েছে।

বিজ্ঞাপন

পরীক্ষা আগামী ২ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১১টা ৩০ পর্যন্ত প্রার্থীদের নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে।

প্রবেশপত্র ডাউনলোড করতে প্রথমে প্রার্থীদের http://admit.dpe.gov.bd/applicant/login ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর লগইন করার দুটি বিকল্প রয়েছে:

বিজ্ঞাপন

User ID ও Password দিয়ে: যদি আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড থাকে, তাহলে "DOWNLOAD ADMIT CARD BY USER ID/PASSWORD" অপশনটি নির্বাচন করতে হবে।

SSC রোল/বোর্ড/সাল দিয়ে: যদি ইউজার আইডি না থাকে, তবে "DOWNLOAD ADMIT CARD BY SSC ROLL/BOARD/YEAR" অপশনটি ব্যবহার করতে হবে।

লগইন করার পর প্রার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করে রঙিন প্রিন্ট আউট সংগ্রহ করতে পারবেন। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় অবশ্যই প্রিন্ট করা প্রবেশপত্র এবং জাতীয় পরিচয়পত্র (মূল এনআইডি/স্মার্টকার্ড) সঙ্গে আনতে হবে। এছাড়া ওএমআর শিট পূরণের নির্দেশাবলী এবং পরীক্ষাসংক্রান্ত অন্যান্য তথ্যও প্রবেশপত্রে থাকবে।

বিজ্ঞাপন

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী, পরীক্ষার্থীদের সকাল ৯টার মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন, বই, উত্তরপত্র, নোট, ক্যালকুলেটর, ব্যাগ, পার্স, ঘড়ি বা যেকোনো ইলেকট্রনিক ডিভাইস প্রবেশাধিকার থাকবে না। এই নিয়মাবলী মেনে প্রার্থীরা নিরাপদ ও সুষ্ঠুভাবে পরীক্ষায় অংশ নিতে পারবেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD