Logo

হিরো আলমের মামলায় ডিপজলের বাড়িতে পিবিআই

profile picture
জনবাণী ডেস্ক
৮ মে, ২০২৩, ১১:০১
52Shares
হিরো আলমের মামলায় ডিপজলের বাড়িতে পিবিআই
ছবি: সংগৃহীত

মামলাটি এখন পিবিআইয়ের হাতে সেটির তদন্ত করার জন্যই আমরা ডিপজলের বাসায় এসেছি

বিজ্ঞাপন

হিরো আলমের বিরুদ্ধে করা মামলার তদন্ত করতে অভিনেতা ডিপজলের বাড়িতে গেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তারা। 

রবিবার (৭ মে) সকালে ডিপজলের সাভারের বাড়িতে যান তারা।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে কামাল হোসেন পিপিএম বলেন, হিরো আলমের নামে হাতিরঝিল থানায় একটি মামলা করেন আকাশ নিবির নামে একজন বিনোদন সাংবাদিক। মামলাটি এখন পিবিআইয়ের হাতে। সেটির তদন্ত করার জন্যই আমরা ডিপজলের বাসায় এসেছি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সকালে ডিপজলের সঙ্গে কথা হয়েছে। তাকে জানিয়েছি, তিনি আমাদের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন।

জানা গেছে, অর্থ জালিয়াতি, ফোনে হুমকি ও সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে অসম্মানপূর্বক বাজে আচারণের জন্য আশরাফুল আলম সাঈদ ওরফে হিরো আলমের নামে বিজ্ঞ মূখ্য মহানগর হাকিম আদালতের একটি সিআর মামলা হয় গত বছর জুলাইয়ে।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD