Logo

৬০ বছর বয়সে আবারও বিয়ে করলেন বলিউডের এই অভিনেতা

profile picture
জনবাণী ডেস্ক
২৬ মে, ২০২৩, ২১:৫৯
31Shares
৬০ বছর বয়সে আবারও বিয়ে করলেন বলিউডের এই অভিনেতা
ছবি: সংগৃহীত

পাত্রী আসামের মেয়ে রুপালি বড়ুয়া। কলকাতার এক নামী ফ্যাশন হাউসে কর্মরত।

বিজ্ঞাপন

৯০ দশকের পর্দা কাঁপানো খলনায়ক তিনি। তবে বর্তমানে চলচ্চিত্র জগৎ থেকে রয়েছেন অনেকটাই দূরে। ৬০ বছর বয়সে এসে নতুন ইনিংস শুরু করেন অভিনেতা আশিস বিদ্যার্থী। বৃহস্পতিবার (২৫ মে) কলকাতায় দ্বিতীয় বিয়ে সেরে ফেললেন জাতীয় পুরস্কার জয়ী এই অভিনেতা

জানা গেছে, পাত্রী আসামের মেয়ে রুপালি বড়ুয়া। কলকাতার এক নামী ফ্যাশন হাউসে কর্মরত। এদিন ঘনিষ্ঠ মানুষজনের উপস্থিতিতে কোর্ট ম্যারেজ সারেন আশিস ও রূপালি। অভিনেতা আশিস বিদ্যার্থীর এটি দ্বিতীয় বিয়ে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে আগে অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার মেয়ে রাজশী বড়ুয়াকে বিয়ে করেছিলেন আশিস বিদ্যার্থী। তাদের এ সংসারে একটি সন্তান রয়েছে। অনেক আগেই এই দম্পতির বিচ্ছেদ হয়ে গিয়েছিল। এবার নতুন করে বিয়ে করলেন আশিস। বিয়ের পর্ব সেরে উচ্ছ্বসিত এই জুটি। রূপালির সঙ্গে প্রেমের কথা গোপন রেখেছিলেন আশিস, বিয়ে করে চমকে দিলেন সকলকে।

বিজ্ঞাপন

আশিস বিদ্যার্থী জানান, জীবনের এ পর্যায়ে এসে রুপালিকে বিয়ে করা এক অদ্ভুত অনুভূতি। আমরা সকালে আইনিভাবে বিয়ে সম্পন্ন করেছি। সন্ধ্যায় পুরোনো বন্ধু-বান্ধবের জন্য পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন করেছি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD