Logo

বউও আমাকে ভাই বলে ডাকে: চাষী আলম

profile picture
জনবাণী ডেস্ক
২৭ আগস্ট, ২০২৩, ২১:১৪
87Shares
বউও আমাকে ভাই বলে ডাকে: চাষী আলম
ছবি: সংগৃহীত

ওপরওয়ালা তুলতুলকে আমাকে মিলিয়ে দিয়েছে। আমার বউটা লক্ষ্মী

বিজ্ঞাপন

‘ব্যাচেলর পয়েন্ট’ -এর আলোচিত হাবু চরিত্রের অভিনেতা চাষী আলম। এই ধারবাহিকটিতে অভিনয় করে পেয়েছেন খ্যাতি।  এরপর থেকে অভিনেতাকে সবাই ‘হাবু ভাই’ বলে ডাকেন।

শুধু যে ভক্তরাই ডাকেন তা কিন্তু নয়, বিয়ের পর অভিনেতার স্ত্রী তুলতুলও নাকি ‘হাবু ভাই’ বলেই ডাকছেন তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন তিনি।

বিজ্ঞাপন

শুক্রবার (২৫ আগস্ট) বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন চাষী আলম। পারিবারিক ভাবে বিয়ে হলেও স্ত্রীর সঙ্গে বিয়ের আগে থেকেই জানাশোনা ছিল তার।

বিজ্ঞাপন

চাষী আলম বলেন, “ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘হাবু ভাই’ চরিত্রটিতে অভিনয় করার পর থেকে সবাই আমাকে এই নামেই সম্বোধন করেন। আর বিয়ের পর তো এমন হয়েছে যে, আমার বউও আমাকে ‘হাবু ভাই’ বলে ডাকে। হা হা হা...।”

বিজ্ঞাপন

এ সময় স্ত্রীর প্রশংসা করতেও ভোলেননি এ অভিনেতা। তিনি বলেন, ওপরওয়ালা তুলতুলকে আমাকে মিলিয়ে দিয়েছে। আমার বউটা লক্ষ্মী। সে খুবই আধুনিক এবং স্টাইলিস্ট। আমার মনে মতো। তুলতুলের চুল ও চোখ বেশি পছন্দ আমার। ওর চোখে গভীর মায়া আছে।

বিজ্ঞাপন

গেল ঈদে মুক্তি পায় চাষী আলম অভিনীত বেশ কয়েকটি নাটক। যা ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে ছিল বেশ কয়েক দিন। ওই নাটকগুলোর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে কাজল আরেফিন অমি নির্মিত ২টি নাটক ‘কিডনি’ ও ‘ফিমেল-৩’।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD