Logo

দীঘির সিনেমায় গাইলেন লগ্নজিতা

profile picture
জনবাণী ডেস্ক
১২ সেপ্টেম্বর, ২০২৩, ০২:২৮
41Shares
দীঘির সিনেমায় গাইলেন লগ্নজিতা
ছবি: সংগৃহীত

প্রথমবার বাংলাদেশের সিনেমায় গাইলাম। গানটির কথার সঙ্গে সুর ও কম্পোজিশন দারুণ হয়েছে। গাওয়ার সময় অনেক উপভোগ করেছি।”

বিজ্ঞাপন

এবার বাংলাদেশের সিনেমায় গাইলেন ভারতীয় সংগীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী। ‘প্রেমে পড়া বারণ’, ‘বসন্ত এসে গেছে, ‘বেহায়া’সহ জনপ্রিয় কিছু বেশ কিছু গান। গানগুলোর জন্য দুই দেশেই জনপ্রিয় এ সংগীতশিল্পী। এবার ইফতেখার মাহমুদ ওশিন নির্মিত ‘জীবন জুয়া’ ছবিতে গান গেয়েছেন তিনি।

‘তাকে ছেড়ে আসতে শেখো’ শিরোনামের গানটি লিখেছেন জনপ্রিয় লেখক কিঙ্কর আহসান। এবং এটি সুর করেছেন কলকাতার সুরকার শ্রাবণ।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে লগ্নজিতা বলেন, “প্রথমবার বাংলাদেশের সিনেমায় গাইলাম। গানটির কথার সঙ্গে সুর ও কম্পোজিশন দারুণ হয়েছে। গাওয়ার সময় অনেক উপভোগ করেছি।”

বিজ্ঞাপন

জানা যায়, এই ছবিরর মাধ্যমে প্রথমবারের মতো জুটি বেঁধে হাজির হচ্ছেন অভিনেতা সুদীপ বিশ্বাস দ্বীপ ও প্রার্থনা ফারদিন দীঘি।

বিজ্ঞাপন

 সিনেমাটি জীবনের বিভিন্ন সময়ের প্রেম, ভালোবাসা এবং সম্পর্কের নানান গল্প নিয়ে নির্মিত হয়েছে। ইতোমধ্যে ঢাকা এবং আশপাশের বেশ কিছু মনোরম লোকেশনে সিনেমাটির শ্যুটিং সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, শিগগিরই মুক্তি পাবে ফিনিক্স এন্টারটেইনমেন’র প্রযোজনায় নির্মিত ও দীঘি অভিনীত অ্যান্থোলজিক্যাল সিনেমা ‘জীবন জুয়া’।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD