Logo

নতুন বছরের প্রথম দিনেই ‘ভূতপরী’র খবর দিলেন জয়া

profile picture
জনবাণী ডেস্ক
২ জানুয়ারী, ২০২৪, ০৭:৪৭
74Shares
নতুন বছরের প্রথম দিনেই ‘ভূতপরী’র খবর দিলেন জয়া
ছবি: সংগৃহীত

তার থেকে বেশি দেখা যায় টলিউডে

বিজ্ঞাপন

অভিনেত্রী জয়া আহসান ঢাকাই সিনেমা সহ ওপার বাংলাতেও সমান তালে জনপ্রিয়। এ অভিনেত্রী ইতোমধ্যে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও ভূষিত হয়েছেন। রঙিন পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলেন এই নায়িকা। সাবলীল অঙ্গভঙ্গি আর অভিনয় দক্ষতায় বরাবরই সিনেমাপ্রেমীদের হৃদয় ছুঁয়ে যান এ তারকা। ঢালিউডে তিনি যতটা কাজ করেন, তার থেকে বেশি দেখা যায় টলিউডে।

এপার-ওপার বাংলার গন্ডি পেরিয়ে সস্প্রতি জয়া পা রেখেছেন বলিউডে। গত বছরের শেষে মুক্তি পেয়েছেন তার হিন্দি সিনেমা ‘কড়ক সিং’। তবে নতুন বছরের প্রথমদিনই তার নতুন সিনেমা ‘ভূতপরী’র মুক্তির তারিখ জানালেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যায় সামাজিক মাধ্যমে একটি মোশন পোস্টার শেয়ার করেন এ অভিনেত্রী। সেখানে দেখা যায়, ভূতপরী সেজে গাছের ডালে পা ঝুলিয়ে বসে রয়েছেন জয়া আহসান! এর পাশাপাশি তার পেছনে পরীর মতো দুটি ডানাও আছে।

সিনেমার পোস্টার শেয়ার করে ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, মানুষ মরে ভূত হলে, ভূত মরে কি পরী হয়? এরপরই জানালেন নতুন বছরের আসছে ‘ভূতপরী’। আগামী ৯ ফেব্রুয়ারি আপনাদের নিকটবর্তী সিনেমা হলে!

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD