Logo

‘পুষ্পা ৩’ নিয়ে সুখবর দিলেন আল্লু অর্জুন

profile picture
জনবাণী ডেস্ক
১৮ ফেব্রুয়ারী, ২০২৪, ২১:৫০
81Shares
‘পুষ্পা ৩’ নিয়ে সুখবর দিলেন আল্লু অর্জুন
ছবি: সংগৃহীত

চলতি বছরের ১৫ আগস্ট দেশটির স্বাধীনতা দিবসের দিন মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই সিনেমা।

বিজ্ঞাপন

দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা আল্লু অর্জুন এবং রাশমিকা মান্দানার ‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তির পরপরই তুলেছিল বক্স অফিসে।  ২০২১ সালে  মুক্তি পাওয়ার পরই সিনেমাটি আকাশচুম্বী জনপ্রিয়তায় পেছনে ফেলে দিয়েছিল অনেক ছবিকেই। সিনেমাটির দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা: দ্য রুল’ বানানোর অপেক্ষায় যতটুকু না পরিচালক ছিলেন তারচেয়েও বেশি অপেক্ষায় এর দর্শক ও অনুরাগীরা।

এরই মধ্যে মুক্তি পেয়েছে সিনেমার প্রথম টিজার। জানা যায়, চলতি বছরের ১৫ আগস্ট দেশটির স্বাধীনতা দিবসের দিন মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই সিনেমা। 

বিজ্ঞাপন

তবে পুষ্পা লাভারদের জন্য জন্য খুশির খবর হচ্ছে- দ্বিতীয় কিস্তি মুক্তির ৬ মাস আগেই ‘পুষ্পা ৩’ নির্মাণের ঘোষণা দিলেন স্টাইলিশ স্টার আল্লু অর্জুন।

বিজ্ঞাপন

‘পুষ্পা’র তৃতীয় ভাগ সম্পর্কে অর্জুন বলেছেন, ‘পুষ্পা ৩’ সিনেমার  জন্য অপেক্ষা শুরু করে দিন। পুষ্পার তৃতীয় ভাগ নিয়ে আমাদের একটা ভাবনা আছে। সেটা ইতোমধ্যেও ছকেও ফেলেছি। বাকিটা ক্রমশ প্রকাশ্য।” এই খবর প্রকাশ্যে আসতেই উত্তেজনার পারদ চড়েছে ভক্তদের। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল মাসে আল্লুর জন্মদিনে মুক্তি পেয়েছিল ‘পুষ্পা ২’-এর প্রথম পোস্টার। পোস্টারে আল্লুর ‘লুক’ দেখে নেট দুনিয়ায় হইচই পড়ে গিয়েছিল। এর আগে অভিনেতাকে এমন লুকে কখনো দেখা যায়নি। লাল টকটকে কপাল, গাল দু’টি আবার নীল। জোড়া ভ্রুর মাঝে জ্বলজ্বল করছে চন্দনের ফোঁটা।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD