Logo

এবার যাদের হাতে উঠল ‘বাফটা’ পুরস্কার

profile picture
জনবাণী ডেস্ক
২০ ফেব্রুয়ারী, ২০২৪, ০১:৪০
78Shares
এবার যাদের হাতে উঠল ‘বাফটা’ পুরস্কার
ছবি: সংগৃহীত

মনোনয়নের মতো মূল আসরেও বাজিমাত করেছে তার ছবি ‘ওপেনহেইমার’; বাফটায় সর্বোচ্চ ৭টি পুরস্কার জিতে বাজিমাত করেছে ছবিটি।

বিজ্ঞাপন

গেল বছরের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার ‘বাফটা’কে পাচ্ছেন তা ঘোষিত হয়েছে। 

সোমবার (১৮ ফেব্রুয়ারি)  লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যালে বসেছিল ৭৭তম ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসের আসর। চলতি বছর বাফটার মঞ্চেও জয়জয়কার ক্রিস্টোফার নোলানের ওপেনহাইমারের। মনোনয়নের মতো মূল আসরেও বাজিমাত করেছে তার ছবি ‘ওপেনহেইমার’; বাফটায় সর্বোচ্চ ৭টি পুরস্কার জিতে বাজিমাত করেছে ছবিটি। 

বিজ্ঞাপন

উল্লেখযোগ্য বিভাগে যারা জিতেছেন এবারের বাফটা অ্যাওয়ার্ডস:

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সেরা ব্রিটিশ সিনেমা: দ্য জোন অব ইনস্টারেস্ট

সেরা সিনেমা: ওপেনহেইমার

সেরা পরিচালক: ক্রিস্টোফার নোলান, ওপেনহেইমার

বিজ্ঞাপন

সেরা অভিনেতা: কিলিয়ান মার্ফি, ওপেনহেইমার

সেরা অভিনেত্রী: এমা স্টোন, পুওর সিংস

বিজ্ঞাপন

সেরা পার্শ্ব অভিনেতা: রবার্ট ডাউনি জুনিয়র, ওপেনহেইমার

সেরা পার্শ্ব অভিনেত্রী: ডা’ভিন জয় র‍্যানডলফ, দ্য হোল্ডকভারস

বিজ্ঞাপন

সেরা সিনেমাটোগ্রাফি: ওপেনহেইমার

সেরা মৌলিক চিত্রনাট্য: অ্যানাটমি অব আ ফল

সেরা অ্যাডাপটেড চিত্রনাট্য: আমেরিকান ফিকশন

বিজ্ঞাপন

সেরা অ্যানিমেটেড সিনেমা: দ্য বয় অ্যান্ড দ্য হিরন

সেরা ভিজ্যুয়াল এফেক্ট: পুওর থিংস

বিজ্ঞাপন

সেরা বিদেশি ভাষার সিনেমা: দ্য জোন অব ইনস্টারেস্ট

সেরা প্রামাণ্যচিত্র: ২০ ডেজ ইন মারিওপোল'

বিজ্ঞাপন

সেরা সম্পাদনা: ওপেনহেইমার

সেরা সাউন্ড: দ্য জোন অব ইনস্টারেস্ট

সেরা রূপসজ্জা: পুওর সিংস

সেরা উদীয়মান তারকা: মিয়া ম্যাককেনা বুশ

সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD