Logo

জায়েদ খানের বউ হওয়া প্রশ্নে যা বললেন সায়ন্তিকা ব্যানার্জি

profile picture
জনবাণী ডেস্ক
১৮ মার্চ, ২০২৪, ০৫:৩৫
67Shares
জায়েদ খানের বউ হওয়া প্রশ্নে যা বললেন সায়ন্তিকা ব্যানার্জি
ছবি: সংগৃহীত

এরপরই এই নায়কের সাথে তার সম্পর্কের গুঞ্জনও ছড়ায়

বিজ্ঞাপন

টলি অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি গত বছর বাংলাদেশে এসে জায়েদ খানের সাথে ‘ছায়াবাজ’ নামের একটি চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নেন। কক্সবাজারে বেশ কয়েকদিনের শুটিং শেষে ছবির নৃত্য পরিচালকের সাথে দ্বন্দ্বের জেরে পুরো কাজ শেষ না করেই কলকাতায় ফিরে যান এই নায়িকা। 

এরপরই নায়িকা সায়ন্তিকাকে নিয়ে প্রশ্ন তোলেন সিনেমার প্রযোজক। তার দাবি, শুটিং শেষেও হোটেলে থেকে যান অবিনেতা জায়েদ খান ও অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। এরপরই এই নায়কের সাথে তার সম্পর্কের গুঞ্জনও ছড়ায়। 

বিজ্ঞাপন

এ ঘটনার দীর্ঘদিন পেরিয়ে গেছে। সায়ন্তিকাও বর্তমানে নিজ দেশ কলকাতায় অবস্থান করছেন। সেখানেই সম্প্রতি একটি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এই অভিনেত্রী। আর সেখানে তাকে প্রশ্ন করা হয়, আপনি কী অভিনেতা জায়েদ খানের বউ হচ্ছেন?

বিজ্ঞাপন

জবাবে এই নায়িকা বলেন, ‘না না একেবারেই কারও বউ আমি হচ্ছি না।’ তাহলে জায়েদের বউ হচ্ছেন না? এমন প্রশ্নের উত্তরে সায়ন্তিকা বলেন, ‘আমি কারোর নামে মিথ্যা কোনো অপবাদ দিই না। অভিনেতা জায়েদ খান ভীষণই ভালো একজন মানুষ। আমাকে সত্যিই অনেক সাহায্য করেছেন। অনেক সম্মান দিয়েছেন।’

বিজ্ঞাপন

সায়ন্তিকা বলেন, ‘বাবা-মা এখনই আমাকে বিয়ে দিতে আগ্রহী নন। আমি তো সব সময় সাংবাদিক বন্ধুদের বলি একটা পাত্র খুঁজে দিতে, সবাই বলে দেবে; কিন্তু কেউই আর দেয় না। আমার তো পাত্র খোঁজারমত সময় হাতে নেই! ২৪ ঘণ্টা কাজে পড়ে থাকলে আমি প্রেম করব কোথা থেকে?’ 

বিজ্ঞাপন

এর আগে জায়েদ খানের সাথে হোটেলে সময় কাটানো প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘কে আমাকে নিয়ে কী বলছে, তা নিয়ে আমি সত্যিই ভাবতে চাই না। আবার কোনও সাফাই দেওয়ারও প্রয়োজন বোধ করি না। কেননা সত্যিটা কী আমি জানি। আর অভিনেতা-অভিনেত্রী যদি ঘণ্টার পর ঘণ্টাও হোটেলে বসে থাকে, সেখানে সমস্যা কোথায় আছে?’

বিজ্ঞাপন

অন্যদিকে সায়ন্তিকার সাথে গুঞ্জন প্রসঙ্গে জায়েদ খান বলেছিলেন, ‘এসবই ষড়যন্ত্রের একটি অংশ। একদল সবসময়ই জায়েদ খানের খোঁজ রেখে বেড়ায়। জায়েদ খান কোথায় যাচ্ছে, কোন সময় কি করছে- এসবই জানার চেষ্টা করে তারা।  এরা কখনোই চায় না জীবনে আমি ভালো কিছু করি। সেই শিল্পী সমিতির নির্বাচনের পর থেকেই আমার সাথে এসব ঘটনা ঘটছে।’

বিজ্ঞাপন

জায়েদ আরও বলেন, ‘আমি একপ্রকার নিশ্চিত, যদি তারা জানতে পারত- সায়ন্তিকা বাংলাদেশে এসে আমার বিপরীতে ছবিতে কাজ করবে, তাহল তাকে কোনোভাবেই বাংলাদেশে আসতে দিত না। আর যেমনটা অভিনেত্রী শ্রাবন্তীর ক্ষেত্রেও ঘটেছিল।’

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

জায়েদ খানের বউ হওয়া প্রশ্নে যা বললেন সায়ন্তিকা ব্যানার্জি