Logo

এবার কলকাতায় বাড়ি কিনবেন পরী!

profile picture
জনবাণী ডেস্ক
৪ এপ্রিল, ২০২৪, ০৭:৪২
54Shares
এবার কলকাতায় বাড়ি কিনবেন পরী!
ছবি: সংগৃহীত

বর্তমানেও সিনেমার শুটিংয়ের কাজে পশ্চিমবঙ্গেই অবস্থান করছেন তিনি

বিজ্ঞাপন

ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা পরীমনি দেশের গণ্ডি পেরিয়ে কলকাতাতেও নিয়মিত হচ্ছেন। টলিউডের সিনেমায় এখন নিয়মিত দেখা যাবে এই নায়িকাকে। বর্তমানেও সিনেমার শুটিংয়ের কাজে পশ্চিমবঙ্গেই অবস্থান করছেন তিনি।

ইতোমধ্যেই সোমবার (০১ এপ্রিল) গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন পরী। যেখানে তার কাছে জানতে চাওয়া হয়, কলকাতায় স্থায়ীভাবে বসবাস করার কোনো পরিকল্পনা আছে কি না?

বিজ্ঞাপন

উত্তরে এই অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ। প্রথম দিন এসেই বলেছিলাম এ বিষয়ে। কলকাতায় যেভাবে সিনেমার প্রস্তাব পাচ্ছি, তাতে ইচ্ছে আছে এখানে একটা বাড়ি কেনার। আমার তো ইচ্ছে রয়েছে, ছয় মাস দেশে কাজ করবো, ছয় মাস কলকাতায় থাকবো। প্রথম থেকেই ভাবতাম, এখানে থাকতে পারলে কেমন হয়!’

বিজ্ঞাপন

এর আগেও নানা সময় কলকাতার প্রতি নিজের ভালোবাসার কথা প্রকাশ করেছেন পরীমনি। সেখানের বিভিন্ন স্থান, বিষয়াদি ছুঁয়ে গেছে পরীমণির মনকে। 

বিজ্ঞাপন

গত বছর আনন্দবাজার অনলাইনের পক্ষ থেকে ‘বছরের বেস্ট’ সম্মাননা পেয়েছিলেন তিনি। জানালেন, এরপর থেকেই কলকাতায় কাজের প্রস্তাব আসতে শুরু করেছে এই নায়িকার কাছে। এই মুহূর্তেও হাতে বেশ কিছু প্রস্তাব আছে। 

বিজ্ঞাপন

এরই মধ্যে ‘ফেলু বক্সী’ নামের সিনেমাটির ঘোষণা দিয়েছেন পরী। যেটা পরিচালনা করছেন দেবরাজ সিনহা। সিনেমাতে তার সাথে দেখাযাবে সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকারের মতো তারকাদের। 

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD