Logo

আমার অনেক প্রেমিক, অনেকগুলো বর কোথায়?

profile picture
জনবাণী ডেস্ক
৩ এপ্রিল, ২০২৪, ০৫:১৮
48Shares
আমার অনেক প্রেমিক, অনেকগুলো বর কোথায়?
ছবি: সংগৃহীত

সবসময়ই ছিল ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দুতে

বিজ্ঞাপন

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনি। ব্যক্তিজীবনের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে বিতর্কিত-সমালোচিতও হয়েছেন এ নায়িকা। বিশেষ করে পরীর প্রেম, বিয়ে— সবসময়ই ছিল ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। 

সম্প্রতি কলকাতার বাংলা ছবি ‘ফেলু বক্সী’তে অভিনয় করেছেন পরীমনি। শুটিংয়ের ফাঁকে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি। যেখানে পরী বলেছেন, আমাকে আসলে বেশিরভাগ লোকই অকারণে ভুল বোঝে। এমন সব উদ্ভট তথ্য বলে যে মাঝে মাঝে আমি নিজেই দ্বিধায় পড়ে যাই যে তারা কোন পরীর কথা বলছে?

বিজ্ঞাপন

পরীর কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশের সমাজ বেশ রক্ষণশীল। সে জায়গায় দাঁড়িয়ে কাউকে পরোয়া না করার সাহস কোথাথেকে পান? উত্তরে বিশ্বসুন্দরী’খ্যাত এই নায়িকা বলেন, ‘সবাই কারো না কারো কথা শুনে কাজ করে থাকে। কিন্তু ব্যক্তি স্বাধীনতা বলে তো একটি কথা আছে। তাই বলে কারো ক্ষতি করে কোনো কিছু করতে চাই না। আমাকে লম্বা ঘোমটা দিয়ে চলতে হবে কিংবা মেয়ে বলে কোনো কাজ করতে পারব না। এ ধরনের চাপিয়ে দেওয়া জিনিস ছোটবেলা থেকেই কখনো মেনে নিতে পারিনি। আর আমি যখন এসব নিয়ে কথা বলি, মানুষে “বেয়াদব” বলে। আমি আসলে এ রকম বেয়াদব হতে চাই, এমনকি রকম বেয়াদব থাকতে চাই। যদি নিজের মতো করে চলতে চাইলে বেয়াদব হতে হয়, আমার অসুবিধে নেই।’

বিজ্ঞাপন

পরীমনি বিতর্কিত, না কি সমালোচিত? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আসলে লোকে আমাকে অনেক বেশি ভুল বোঝে। আমাকে নিয়ে যা কিছু লেখা হয়, সেসব দেখে নিজেই অনেক সময় বিভ্রান্ত হয়ে যাই- এটা আসলে কোন পরীমনি! আমার সম্পর্কে আমি এতবেশি উদ্ভট তথ্য পাই, ভাবি, এসব কি আমাকে নিয়ে বলছে?’

বিজ্ঞাপন

পরীকে নিয়ে বেশি পরিমানে কোন ভ্রান্ত ধারণা রয়েছে? এমন প্রশ্নের জবাবে এই নায়িকা বলেন, আমি ব্যক্তিগত নয়, শুধু কাজের ক্ষেত্রের কথাই বলতে পারি। এই যেমন বেশিরভাগ মানুষের ভুল ধারণা রয়েছে, আমি নাকি শুটিং ফাঁসাই। আবার ব্যক্তিগত জীবন নিয়ে লোকজন বলে, পরীমণির অনেক প্রেমিক, অনেকগুলো বর রয়েছে। কিন্তু আমি জানতে চাই, তারা সবাই কোথায়? আমি নিজেও কথা বলতে গেলে অনেক বিব্রত বোধ করি। আগে একটা সময় ধারণা ছিল, বিতর্কিত কিছু নিয়ে কথা বলা যাবে না। কিন্তু আমার কাছে মনে হয়, বিতর্কিত কোনো বিষয় নিয়ে বিভ্রান্তি ছড়ালে, সে ব্যাপারে কথা বলা বেশি প্রয়োজন। আমি আমার আইনজীবীর সাথে কথা বলেছি, যারা আমাকে নিয়ে ভুল ম্যাসেজ দিচ্ছেন, তাদের চিহ্নিত করে আইনি প্রক্রিয়ায় পদক্ষেপ নেব।’

বিজ্ঞাপন

দীর্ঘ সাক্ষাৎকারে অভিনেত্রী বুবলীর ওপর রেগে যাওয়া বিষয়টিও নিয়ে আসা হয়। জবাবে পরীমণি বলেন, ‘না, আমি তাকে নিয়ে রেগে যাইনি। আসলে প্রতিটা মানুষের আবেগ প্রকাশের ধরন কিছুটা আলাদা। বিতর্কের সূত্রপাত্র হয় জন্মদিনের ভিডিও নিয়ে।’

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে এই অভিনেত্রী আরও বলেন, ‘আমার আবেগ কখনো আচমকা আসে না। আমার ধারণা, তিনিও অন্য ভাবে কিছু করতে পারতেন। তার নিশ্চয়ই সুন্দর একটা জার্নি আছে কিংবা তিনি বলতে পারতেন- এই ধরনটা তার কাছে সোজা লেগেছে, আর সেখান থেকে অনুপ্রাণিত হয়ে করেছেন। সেটা না করে আমার গলা টিপে ধরার মতো অবস্থা, কেন আমি বললাম! মানুষজন আমাকে ট্যাগ করার পরই ত আমি জানতে পেরেছি। সে সময় আমি মুখ খুলতেই তেড়ে এলেন আমার দিকে। শুনেছি, তিনি শিক্ষিত! শিক্ষিত মানুষ হয়ে এমন একটা কাণ্ড করে বসেছ, আবার সেটার জন্য লড়াইও করছে! এটা কোনো মতেই শোভনীয় নয়।’

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD