Logo

যে কারণে ভেঙে ফেলা হচ্ছে ডিপজলের ‘পর্বত’

profile picture
জনবাণী ডেস্ক
৩ জুন, ২০২৪, ০৫:৪৩
53Shares
যে কারণে ভেঙে ফেলা হচ্ছে ডিপজলের ‘পর্বত’
ছবি: সংগৃহীত

নব্বইয়ের দশকে দেশে সিনেমা হল ছিল প্রায় ১ হাজার ২৫০ টির মতো

বিজ্ঞাপন

ঢাকার প্রবেশ করতেই গাবতলীর মূল ফটকে অবস্থিত ‘পর্বত’ সিনেমা হল। তবে কালের পরিক্রমায় জৌলুস হারিয়েছে এই হলটি। হলটির মালিক একসময়ের জনপ্রিয় খলনায়ক ও বর্তমান চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। হলটি দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকার পর এবার ভেঙে ফেলা হচ্ছে। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিপজল

বিজ্ঞাপন

হল-সংকটের এই সময়ে সম্প্রতি ৬৪ জেলায় সিনেমার হল বানানোর ঘোষণা দিয়েছিলেন ডিপজল। বলেছিলেন কম খরচে দর্শক যেন হলে সিনেমা দেখতে পারে, সেই পরিকল্পনা করেই নির্মিত হবে হলগুলো।

বিজ্ঞাপন

ডিপজলের এমন ঘোষণার পর পর্বত সিনেমা হল ভাঙার খবরে সোশ্যাল মিডিয়ায় ডিপজলের সমালোচনা করছেন নেটিজেনরা। তবে ডিপজল বলেন, পর্বত সিনেমা হল ভেঙে মার্কেট তৈরি হলেও সেখানে সিনেমা হলও থাকবে। সেখানে তিনটি হল নিয়ে তৈরি হবে মাল্টিপ্লেক্স।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গণমাধ্যমকে ডিপজল জানান, ‘পর্বত সিনেমা হল ভেঙে ফেলার খবরটি সত্য। সেখানে মার্কেট করা হবে। মার্কেটের ওপরে তিনটি স্ক্রিন নিয়ে মাল্টিপ্লেক্স নির্মাণ করা হবে।’

নব্বইয়ের দশকে দেশে সিনেমা হল ছিল প্রায় ১ হাজার ২৫০ টির মতো। সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে দেড় শতে। এর মধ্যে পুরোদমে সচল রয়েছে প্রায় ৬০টি সিনেমা হল।

বিজ্ঞাপন

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

যে কারণে ভেঙে ফেলা হচ্ছে ডিপজলের ‘পর্বত’