গরুর হাটে শিল্পীদের চাকরির ব্যাপারে যা বললেন মিশা


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৬:২০ অপরাহ্ন, ২৫শে মে ২০২৪


গরুর হাটে শিল্পীদের চাকরির ব্যাপারে যা বললেন মিশা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল।


বৃহস্পতিবার (২৩ মে) সংবাদমাধ্যমে ‘ডিপজলের গরুর হাটে শিল্পীদের চাকরি দেবেন মিশা’-এমন খবর প্রকাশের পর আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন এই খলনায়ক। 


আরও পড়ুন: কেন শিল্পী সমিতি ছাড়ার ঘোষণা দিলেন ওমর সানী?


এর প্রেক্ষিতে গণমাধ্যমে এক সাক্ষাৎকারে মিশা সওদাগর জানান, তিনি সাংবাদিকদের কাছ থেকে এমনটা আশা করেননি। কথা না বলে সংবাদ প্রকাশ করাটা অনেকটা সাইবার অপরাধের মতো। অনুমতি না নিয়ে এমন নিউজ করা উচিত হয়নি।


আরও পড়ুন: কেস খেলবা, আসো, যেটা খেলার মন চায় সেটাই খেল: নিপুনকে ডিপজল


এমন কথার ব্যাখ্যা দিয়ে মিশা বলেন, ‘এ কথা আমি ডিপজল ভাইয়ের প্রশংসা করে শিল্পীদের তখন বলছিলাম। আপনারা জানেন ঘরোয়া আড্ডায় সব পরিবারে দেশ, ধর্ম, রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্র নিয়ে নানা কথা হতে পারে। এই কথাটাও হয়ত রেফারেন্স হিসেবে এসেছিল। যেখানে অনেক মানুষ ছিল।

তিনি আরও বলেন, ঘরোয়া কথা দিয়ে নিউজ করার আগে অনুমতি নেওয়া প্রয়োজন। কিন্তু অনুমতি না নিয়ে নিউজ করা হয়েছে। এমনটা সাংবাদিকদের থেকে আশা করা যায় না।’


এ ব্যাপারে সবার সহযোগিতা চেয়েছেন মিশা, যাতে সবাইকে বিষয়টি বোঝাতে পারে।


জেবি/আজুবা