Logo

যে সিনেমা ৮ বার দেখেছেন তারেক রহমান

profile picture
বিনোদন ডেস্ক
২৯ জানুয়ারি, ২০২৬, ১৬:২২
যে সিনেমা ৮ বার দেখেছেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

দীর্ঘ দেড় যুগের নির্বাসন শেষে দেশে ফিরে নির্বাচনি প্রচারণায় ব্যস্ত রয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী কর্মকাণ্ডের মধ্যদিয়ে বর্তমানে বাংলাদেশের রাজনীতির অন্যতম কেন্দ্রীয় চরিত্রে পরিণত হয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন বুধবার (২৮ জানুয়ারি) তারেক রহমানকে ‘Bangladesh’s Prodigal Son’ বা ‘বাংলাদেশের প্রত্যাবর্তিত সন্তান’ হিসেবে আখ্যা দিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনটিতে সাক্ষাৎকারের এক পর্যায়ে তারেক রহমান তার পছন্দের একটি মুভি বা সিনেমার একটি উক্তি ব্যবহার করে নিজের অবস্থান ও দৃষ্টিভঙ্গির জানান দিয়েছেন। এ ছাড়াও, এই মুভিটি তিনি মোট ৮ বার দেখেছেন বলেও জানিয়েছেন টাইম ম্যাগাজিনকে।

প্রতিবেদনের এক পর্যায়ে উল্লেখ করা হয়, তারেক রহমান মৃদুভাষী ও অন্তর্মুখী বলে মনে হয়, আদালতে না গিয়ে শুনতেই বেশি পছন্দ করেন। লন্ডনে তার বিনোদনের মধ্যে ছিল রিচমন্ড পার্কে ঘুরে বেড়ানো, চিন্তায় ডুবে থাকা এবং ইতিহাসের বই পড়া। তাঁর প্রিয় সিনেমা ‘এয়ার ফোর্স ওয়ান’। তিনি বলেন, ‘আমি সম্ভবত আটবার এটি দেখেছি!’

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, তারেক রহমানকে একজন নীতিনির্ধারক হিসেবে দেখা হয়, যিনি যেকোনো বিষয়ে তথ্য এবং পরিসংখ্যান সংগ্রহ করতে পারেন। তিনি ১২,০০০ মাইল খাল খনন করতে চান জলস্তর পূরণ করতে, ভূমির অবক্ষয় রোধে বছরে ৫ কোটি গাছ লাগাতে এবং ধোঁয়ায় ঢাকা রাজধানীকে শ্বাস নিতে সাহায্য করার জন্য ৫০টি নতুন সবুজ স্থান বপন করতে। আবর্জনা পোড়ানো বিদ্যুৎ জেনারেটর স্থাপন, অভিবাসী শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির জন্য কারিগরি কলেজ পুনর্নির্মাণ এবং চাপা রাজ্য স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে উপশম করতে বেসরকারি হাসপাতালের সঙ্গে অংশীদারিত্বের পরিকল্পনা রয়েছে তার।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, তারেক রহমান কোনো অভিযোগের রাজনীতিতে বিশ্বাসী নন, তিনি দেখিয়ে দিচ্ছেন যে তার প্রত্যাবর্তন কোরো ইচ্ছাকৃত ইচ্ছার ওপর নির্ভর করে নয়, বরং উদ্দেশ্যমূলকভাবে, তার জনগণের ভাগ্য উন্নত করার দৃঢ় সংকল্পের দ্বারা অনুপ্রাণিত। তিনি বিষয়টি স্পষ্ট করার জন্য একটি প্রিয় চলচ্চিত্রের উক্তি ব্যবহার করেন; এয়ার ফোর্স ওয়ানের নয়, বরং স্পাইডার-ম্যানের: ‘মহান শক্তির সাথে মহান দায়িত্ব আসে,’ তিনি বলেন।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD