Logo

মির্জা আব্বাসের ধৈর্য দেখে বাবার কথা মনে পড়ছে

profile picture
বিনোদন প্রতিবেদক
২৯ জানুয়ারি, ২০২৬, ১৮:২২
মির্জা আব্বাসের ধৈর্য দেখে বাবার কথা মনে পড়ছে
ছবি: সংগৃহীত

অভিনেত্রী শবনম ফারিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের স্পষ্ট বক্তব্য ও ব্যক্তিগত অনুভূতি প্রকাশের জন্য পরিচিত। এবার নির্বাচনী প্রচারণার বিভিন্ন ভিডিও দেখে বিএনপি নেতা মির্জা আব্বাসের ধৈর্যের প্রশংসা করতে গিয়ে নিজের প্রয়াত বাবার স্মৃতিচারণ করেছেন তিনি।

বিজ্ঞাপন

ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে ফারিয়া জানান, সাম্প্রতিক সময়ে নির্বাচনী প্রচারণার কিছু ভিডিওতে মির্জা আব্বাসের শান্ত ও সহনশীল আচরণ তার বাবার কথা মনে করিয়ে দিয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মির্জা আব্বাস।

পোস্টে অভিনেত্রী রসিকতার ভঙ্গিতে লেখেন, তার বাবা ছিলেন অত্যন্ত শান্ত স্বভাবের মানুষ, আর তার মা ছিলেন ঠিক উল্টো স্বভাবের। পরিবারের নারীদের কড়া শাসনের মধ্যেই বাবার জীবন কেটেছে বলে উল্লেখ করেন তিনি। দাদির শাসনে বেড়ে ওঠা বাবাকে পরবর্তীতে স্ত্রী ও তিন কন্যার আবদার-আচরণও হাসিমুখে সহ্য করতে হয়েছে—এমন মজার বর্ণনাও দেন ফারিয়া।

বিজ্ঞাপন

হালকা রসিকতার সুরে তিনি আরও লেখেন, পৃথিবীতে এত ধৈর্য ধরে চলার পর তার বাবার আর কোনো “শাস্তি” পাওয়ার বাকি নেই—এমন মন্তব্যও করেন তিনি।

তবে পোস্টের শেষে ফারিয়া স্পষ্ট করে জানান, বিষয়টি পুরোপুরি ব্যক্তিগত স্মৃতিচারণ ও হাস্যরসের অংশ। এর সঙ্গে রাজনীতি বা ধর্মের কোনো গভীর সম্পর্ক নেই বলেও উল্লেখ করেন তিনি। এমনকি সংবাদমাধ্যমকে বিষয়টি নিয়ে সংবাদ না করার অনুরোধও জানান।

বিজ্ঞাপন

তবু সামাজিক যোগাযোগমাধ্যমে তার ওই পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক ভক্ত তার রসবোধ এবং বাবাকে নিয়ে আন্তরিক স্মৃতিচারণের প্রশংসা করেছেন।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD