Logo

নতুন ব্যবসা শুরু করলেন তামান্না ভাটিয়া

profile picture
বিনোদন ডেস্ক
২৯ জানুয়ারি, ২০২৬, ১৬:১৫
নতুন ব্যবসা শুরু করলেন তামান্না ভাটিয়া
ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া এবার ব্যবসায়ী পরিচয়ে নতুন পথচলা শুরু করেছেন। তিনি চালু করেছেন নিজের ফাইন জুয়েলারি ব্র্যান্ড ‘তামান্না ফাইন জুয়েলারি’, যেখানে তিনি ফাউন্ডার ও ক্রিয়েটিভ লিড হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

অভিনেত্রীর ভাষ্য, প্রচলিত উৎসবকেন্দ্রিক ভাবনা থেকে বের হয়ে প্রতিদিনের ব্যবহারের উপযোগী অলংকারের ধারণা নিয়েই ব্র্যান্ডটির যাত্রা।

তামান্না জানান, অলংকারের প্রতি তার আগ্রহ বহুদিনের। তবে বেশিরভাগ জুয়েলারিই নির্দিষ্ট উপলক্ষের সঙ্গে যুক্ত—এই ধারণা বদলাতে চেয়েছেন তিনি। সেই লক্ষ্যেই ১৪ ও ১৮ ক্যারেট স্বর্ণ, প্রাকৃতিক হীরা এবং বিভিন্ন রত্নপাথর ব্যবহার করে তৈরি করা হচ্ছে দৈনন্দিন ব্যবহারের উপযোগী আকর্ষণীয় ক্যাজুয়াল জুয়েলারি।

বিজ্ঞাপন

তার মতে, জুয়েলারি কেবল সাজ নয়, এটি একজন মানুষের ব্যক্তিত্বের অংশ—যা মনের ভাব প্রকাশ করে এবং আত্মবিশ্বাস বাড়ায়। তাই নকশা থেকে উৎপাদন ও খুচরা বিক্রি—সব ধাপেই নিজস্ব তত্ত্বাবধান থাকছে এই উদ্যোগে।

তামান্না ভাটিয়া তার বাবা সন্তোশ ভাটিয়ার সঙ্গে যৌথভাবে ব্র্যান্ডটি পরিচালনা করছেন। ইতোমধ্যে তিনটি প্রধান সংগ্রহ—‘হাফ অ্যান্ড হাফ’, ‘দ্য ফ্লিক’ এবং ‘প্লাম্পসিয়াস’—উন্মোচন করা হয়েছে। মুম্বাইয়ের জুহুতে খোলা হয়েছে ব্র্যান্ডটির ফ্ল্যাগশিপ স্টোর।

বিজ্ঞাপন

চলচ্চিত্রের পাশাপাশি নতুন এই ব্যবসায়িক উদ্যোগে তামান্নার পদক্ষেপ ভক্তদের মধ্যেও আগ্রহ তৈরি করেছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD