সেই ছোট্ট ‘ভুতু’ এখন অনেক বড়, মুক্তি পাচ্ছে সিনেমা ওসিডি

ভারতের জনপ্রিয় ধারাবাহিক ‘ভুতু’-এর ছোট্ট নায়িকা আর্শিয়া মুখোপাধ্যায় এখন বড় পর্দায় অভিষেক ঘটাচ্ছেন। ছোট্ট ভুতু হিসেবে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া আর্শিয়া এখন সিনেমা ও অন্যান্য প্রজেক্টে ব্যস্ত হতে চাইছেন। তার দ্বিতীয় সিনেমা ‘ওসিডি’ আগামী ৬ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে।
বিজ্ঞাপন
সিনেমার ট্রেলারে দেখা গেছে, আর্শিয়া জয়া আহসানের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছেন। আর্শিয়া গণমাধ্যমকে জানিয়েছেন, “এই ছবির পরিচালক সৌকর্য ঘোষালের স্ত্রী পূজা দিদির সঙ্গে আগে থেকেই সম্পর্ক ছিল। তার পরামর্শে পরিচালক আমাকে কাস্ট করেছেন। ছবিতে কাজের অভিজ্ঞতা অনেক চ্যালেঞ্জিং ছিল, কারণ আমি তখন মধ্যবিত্ত শিক্ষার্থী। তবে সহ-অভিনেতা এবং পরিচালক সবসময় আমাকে গাইড করেছেন।”
আরও পড়ুন: পুকুরপাড়ে হলুদ শাড়িতে মায়াবী ভাবনা
‘ওসিডি’ ছবির গল্পে শিশুদের ওপর নির্যাতনের বিষয় উঠে এসেছে। আর্শিয়ার চরিত্রটি তার ছোটবেলায় নানা অন্যায়ের শিকার হয়ে বড় হয়ে প্রতিশোধ নেওয়ার গল্প। আর্শিয়া বলেন, “চরিত্রটা বুঝতে বড় হয়ে আরও সহজ হয়েছে। শুটিংয়ের সময় অনেক কিছু শেখার সুযোগ হয়েছে। বাবার চরিত্রে অনিমেশ ভাদুরীর সঙ্গে কাজ করার সময় একটি সিনে আমাকে চড় মারতে হয়েছিল। তিনি শুটিং-এর আগে নিজেই ক্ষমা চেয়েছিলেন, যা আমার স্মৃতিতে রয়ে গেছে।”
বিজ্ঞাপন
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আর্শিয়া জানান, “মাধ্যমিক পরীক্ষা শেষ হলে ধারাবাহিক, সিনেমা বা ওয়েব সিরিজ—সবই করতে চাই। নায়িকা হিসেবে বড় হয়ে আরও পরিপক্কভাবে অভিনয় করতে চাই।”








