Logo

যুক্তরাষ্ট্রে মুখোমুখি বরিশালের দুই তারকা

profile picture
বিনোদন ডেস্ক
২৮ জানুয়ারি, ২০২৬, ১৭:৪৪
যুক্তরাষ্ট্রে মুখোমুখি বরিশালের দুই তারকা
ছবি: সংগৃহীত

বরিশাল অঞ্চলের দুই পরিচিত তারকা তানিয়া আহমেদ ও জায়েদ খান এবার যুক্তরাষ্ট্রে একসঙ্গে হয়েছেন একটি বিশেষ টেলিভিশন অনুষ্ঠানের মাধ্যমে। অভিনয় ও বিনোদন জগতে দীর্ঘদিনের পথচলায় দুজনই আলাদা পরিচিতি তৈরি করেছেন নিজ নিজ ক্ষেত্রে।

বিজ্ঞাপন

নাটক ও চলচ্চিত্রে তিন দশকের বেশি সময় ধরে অভিনয় করে দর্শকমনে জায়গা করে নিয়েছেন তানিয়া আহমেদ। অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও তিনি কাজ করছেন। অন্যদিকে, চলচ্চিত্র অভিনেতা জায়েদ খান অভিনয়ের পাশাপাশি শিল্পী সংগঠনের নেতৃত্ব দিয়েও আলোচনায় ছিলেন।

দুই তারকারই শেকড় বরিশাল অঞ্চলে। তানিয়া আহমেদের জন্ম পটুয়াখালীতে এবং জায়েদ খানের বেড়ে ওঠা পিরোজপুরে। সেই সূত্রেই প্রবাসে তাদের এই সাক্ষাৎ বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করছেন অনেকে।

বিজ্ঞাপন

জায়েদ খানের সঞ্চালনায় নির্মিত অনুষ্ঠান ‘সেলিব্রিটি টক শো – ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’–এর দ্বিতীয় সিজনের প্রথম পর্বে অতিথি হিসেবে অংশ নিয়েছেন তানিয়া আহমেদ। প্রথম সিজনের ১২টি পর্ব অনলাইনে প্রচারের পর অনুষ্ঠানটি দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলেছিল।

নতুন পর্বে তানিয়া আহমেদ তার দীর্ঘ অভিনয়জীবনের অভিজ্ঞতা, কাজের নেপথ্যের গল্প ও ব্যক্তিগত নানা স্মৃতিচারণা শেয়ার করেছেন। উপস্থাপক ও অতিথির প্রাণবন্ত কথোপকথন পর্বটিকে দর্শকদের জন্য আকর্ষণীয় করে তুলবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৪ সালের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রে যান জায়েদ খান। পরবর্তী সময়ে দেশে রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন ও তার বিরুদ্ধে একাধিক মামলার পর তিনি আর দেশে ফেরেননি। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করে সেখান থেকেই পেশাগত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD