জেফার রহমানের প্রশংসায় পঞ্চমুখ রাফসান সাবাব

শোবিজ অঙ্গনে দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল সংগীতশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাবের সম্পর্ক নিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের কৌতূহল আর নানা জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দাম্পত্য জীবনের নতুন যাত্রা শুরু করেছেন এই তারকা জুটি। গুঞ্জনকে সত্যে রূপ দিয়ে তারা নিজেদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন।
বিজ্ঞাপন
সম্প্রতি এক সাক্ষাৎকারে স্ত্রী জেফার রহমানকে নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেন রাফসান সাবাব। ছোট ছোট যত্নেও যে গভীর ভালোবাসা লুকিয়ে থাকে— সে বিষয়টিই তার কথায় উঠে আসে। রাফসান বলেন, জেফারের সামান্য যত্নও তার কাছে ভীষণ অর্থবহ। নিজের অনুভূতি প্রকাশে তিনি জানান, জেফার বিভিন্নভাবে ভালোবাসা প্রকাশ করেন, আর সেই আন্তরিকতা তিনি স্পষ্টভাবে অনুভব করতে পারেন।
আরও পড়ুন: সাত বছর পর জুটি বাঁধছে বিজয়-রাশমিকা
জেফারের পেশাগত পরিচিতির প্রতিও সম্মান জানিয়েছেন রাফসান। তার ভাষায়, জেফার সংগীতজগতে কাজ শুরু করেছেন অনেক আগে, ফলে শিল্পী হিসেবে তার অবস্থান ও উপস্থিতি ব্যক্তিগত জীবনেও বিশেষ গুরুত্ব বহন করে।
বিজ্ঞাপন
দাম্পত্য জীবনের এই নতুন অধ্যায় তার কাজের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলছে বলে জানান রাফসান। এখন তার জীবনে আলাদা একটি অনুপ্রেরণার উৎস রয়েছে। স্ত্রীর কাছ থেকে নানা বিষয়ে শেখার সুযোগ পাচ্ছেন, যা তাকে আরও উদ্যম নিয়ে কাজে মনোযোগী হতে সাহায্য করছে।
আরও পড়ুন: বিপাকে বিজয় থালাপতি
উল্লেখ্য, জেফার রহমান দেশের প্রথমদিকের ইউটিউবভিত্তিক সংগীতশিল্পীদের একজন হিসেবে পরিচিতি পাওয়ার পর প্লেব্যাকেও নিজের অবস্থান তৈরি করেছেন। অন্যদিকে, সাবলীল উপস্থাপনার মাধ্যমে দর্শকমহলে জনপ্রিয়তা অর্জন করেছেন রাফসান সাবাব। তাদের একসঙ্গে পথচলা শুরু করায় শুভেচ্ছায় ভাসাচ্ছেন ভক্তরা।








