Logo

সাত বছর পর জুটি বাঁধছে বিজয়-রাশমিকা

profile picture
বিনোদন ডেস্ক
২৮ জানুয়ারি, ২০২৬, ১৪:৫৮
সাত বছর পর জুটি বাঁধছে বিজয়-রাশমিকা
ছবি: সংগৃহীত

২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডিয়ার কমরেড’–এর পর দীর্ঘ সাত বছর বিরতির অবসান ঘটিয়ে আবারও বড় পর্দায় একসঙ্গে ফিরছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। ভক্তদের জন্য এই প্রত্যাবর্তন আরও বিশেষ হয়ে উঠেছে, কারণ এবার তারা হাজির হচ্ছেন এক ঐতিহাসিক অ্যাকশন সিনেমায়।

বিজ্ঞাপন

বিজয় দেবেরাকোন্ডার আসন্ন সিনেমা ‘রানাবালি’–র একটি ঝলক সম্প্রতি প্রকাশ করা হয়েছে। এতে নায়িকার চরিত্রে দেখা গেছে রাশমিকা মান্দানাকে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ছবিটির গল্প গড়ে উঠেছে ১৮৭৮ সালের প্রেক্ষাপটে, যেখানে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক সাহসী যুবকের প্রতিরোধ সংগ্রামের কাহিনি তুলে ধরা হয়েছে।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিজয় দেবেরাকোন্ডা এক নির্দয় যোদ্ধার চরিত্রে হাজির হয়েছেন। ব্রিটিশদের অন্যায় শাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিজের মানুষদের রক্ষা করতে তিনি রূপ নেন এক ভয়ংকর প্রতিরোধকের। এক দৃশ্যে ঘোড়ার পিঠে চড়ে এক ব্রিটিশ অফিসারকে টেনে নিয়ে যেতে দেখা যায় তাকে, যা দর্শকদের মধ্যে রীতিমতো আলোড়ন তুলেছে।

বিজ্ঞাপন

ভিডিওটি শেয়ার করে বিজয় দেবেরাকোন্ডা লেখেন, “ব্রিটিশরা তাকে ‘বর্বর’ বলত। আমি একমত। সে ছিল ‘আমাদের’ বর্বর! একমাত্র ‘রানাবালি’-কে পরিচয় করিয়ে দিচ্ছি। আর আমাদের সেই ইতিহাস সামনে আনছি, যেটা তারা চাপা দিতে চেয়েছিল।”

‘রানাবালি’ মুক্তি পাবে আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ সালে। ছবিটি তেলেগু, হিন্দি, তামিল, কন্নড় ও মালায়ালাম—এই পাঁচ ভাষায় মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। ‘শ্যাম সিংহা রায়’ খ্যাত পরিচালক রাহুল সাঙ্কৃত্যায়ন সিনেমাটি পরিচালনা করেছেন। সংগীত পরিচালনায় রয়েছেন জনপ্রিয় জুটি অজয়–অতুল।

উল্লেখ্য, ‘রানাবালি’ বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার একসঙ্গে তৃতীয় সিনেমা। এর আগে তারা রোমান্টিক কমেডি ‘গীতা গোবিন্দম’ এবং পরে ‘ডিয়ার কমরেড’–এ অভিনয় করেছিলেন।

বিজ্ঞাপন

এদিকে পর্দার বাইরেও এই জুটিকে নিয়ে ভক্তদের আগ্রহ কম নয়। দীর্ঘদিনের প্রেমের গুঞ্জনের পর ২০২৫ সালের অক্টোবরে তাদের বাগদান সম্পন্ন হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে যাচ্ছে বলে জানা গেছে।

ঐতিহাসিক প্রেক্ষাপট, অ্যাকশন আর জনপ্রিয় জুটির রসায়ন—সব মিলিয়ে ‘রানাবালি’ ইতোমধ্যেই দর্শকদের প্রত্যাশার তালিকায় শীর্ষে উঠে এসেছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD