Logo

সিনেমার গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা সংগীতশিল্পী অরিজিতের

profile picture
বিনোদন ডেস্ক
২৮ জানুয়ারি, ২০২৬, ১২:৪০
সিনেমার গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা সংগীতশিল্পী অরিজিতের
ছবি: সংগৃহীত

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে নতুন কাজ না নেওয়ার ঘোষণা দিয়েছেন। প্রজাতন্ত্র দিবসে একটি নতুন সিনেমার গান মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। হঠাৎ এই ঘোষণায় ভক্তদের মধ্যে বিস্ময়, উদ্বেগ ও নানা জল্পনা দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

অরিজিতের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখা হয়, “প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে আর কোনো নতুন কাজ নেব না। এখানেই এটি বন্ধ করছি।” তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, সংগীতজগৎ থেকে সরে যাচ্ছেন না। তার ভাষায়, “আমি সংগীতের কাজ বন্ধ করছি না।”

কেন এমন সিদ্ধান্ত, সে বিষয়ে নির্দিষ্ট ব্যাখ্যা দেননি শিল্পী। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) আরেকটি পোস্টে তিনি জানান, আগে থেকে চুক্তিবদ্ধ কাজগুলো শেষ করবেন। ফলে চলতি বছর তার কণ্ঠে নতুন কিছু গান শোনার সুযোগ থাকবে।

বিজ্ঞাপন

এই ঘোষণার পর ভক্তদের আবেগঘন প্রতিক্রিয়া ভেসে বেড়াচ্ছে অনলাইনে। কেউ এটিকে মেনে নেওয়া কঠিন বলে মন্তব্য করেছেন, কেউ আবার প্রিয় তারকার বিদায়ের সঙ্গে তুলনা করেছেন।

প্রেম, বিরহ, নাচের গান থেকে ভক্তিগীতি—বিভিন্ন ধারার গানে সমান দক্ষ অরিজিৎ সিংয়ের সংগীতজীবনের সূচনা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে। ২০১৩ সালে ‘আশিকি ২’ সিনেমার ‘তুম হি হো’ গান তাকে তুমুল জনপ্রিয়তা এনে দেয়। এরপর জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।

বিজ্ঞাপন

এই সিদ্ধান্ত স্থায়ী নাকি সৃজনশীল পথে নতুন অধ্যায়ের সূচনা—তা সময়ই বলবে। তবে আপাতত নিশ্চিত, অরিজিতের গান থামছে না; বদলাচ্ছে কেবল তার কাজের ধরন।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD