‘পাল্টায়নি কিছুই , এখনও মহিলাদের হেনস্তা করা হচ্ছে’

হরিয়ানার কর্নলে একটি স্টেজ শোতে অংশ নিতে গিয়ে শারীরিক হেনস্তার অভিযোগ তুলেছেন ভারতীয় অভিনেত্রী মৌনী রায়। ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও।
বিজ্ঞাপন
জানা গেছে, কর্নলের একটি অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন মৌনী। মঞ্চে ওঠার সময় কয়েকজন ব্যক্তি ছবি তোলার অজুহাতে তাকে ঘিরে ধরেন। মৌনীর অভিযোগ, ভিড়ের মধ্যে উপস্থিত দুজন বয়স্ক ব্যক্তি এবং তাদের পরিবারের কয়েকজন পুরুষ সদস্য তার কোমরে হাত দেন এবং অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেন। পরিস্থিতিতে তিনি বিব্রত ও ক্ষুব্ধ হন।
ঘটনার পর সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে মৌনী রায় নিজের হতাশা প্রকাশ করেন। তিনি লেখেন, মঞ্চের দিকে যাওয়ার সময় কিছু ব্যক্তি ছবি তোলার নামে তার কোমরে হাত রেখে দাঁড়িয়েছিলেন। আপত্তি জানালে তারা বিষয়টিকে গুরুত্ব না দিয়ে উল্টো বিরূপ প্রতিক্রিয়া দেখান বলেও উল্লেখ করেন তিনি।
বিজ্ঞাপন
মৌনীর এই অবস্থানকে সমর্থন জানিয়ে শুভশ্রী গঙ্গোপাধ্যায় সামাজিক মাধ্যমে লেখেন, নতুন বছরে পা দিলেও সমাজে নারীদের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়নি। তার ভাষ্য, এখনো নারীরা হেনস্তার শিকার হচ্ছেন এবং অনেক ক্ষেত্রে তাদের ভোগ্যপণ্য হিসেবে দেখা হয়। মৌনীর অভিজ্ঞতাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মৌনী সাহসিকতার পরিচয় দিয়েছেন।
ঘটনাটি আবারও জনসমক্ষে নারীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করার প্রয়োজনীয়তার বিষয়টি সামনে এনে দিয়েছে।








