মাথায় মুকুট ও হাদির কবরের মাটি নিয়ে সংসদে যাবেন মেঘনা আলম

ঢাকা-৮ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়ছেন আলোচিত মডেল ও মিস বাংলাদেশ ২০২০ মেঘনা আলম। শহীদ ওসমান হাদির স্থলাভিষিক্ত হিসেবে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। সোমবার (২৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে মেঘনা আলম জানিয়েছেন, “জয়ী হলে প্রথম সংসদ অধিবেশনে আমার মাথায় থাকবে মিস বাংলাদেশের মুকুট, আর ব্যাগে থাকবে শহীদ ওসমান হাদির কবরের মাটি।”
বিজ্ঞাপন
তিনি আরও লিখেছেন, কোনো নারীকে হয়রানি করতে দেবেন না এবং কোনো পুরুষকে বিচারহীনতার শিকার হতে দেবেন না।
মেঘনা আলমের নির্বাচনি প্রতিশ্রুতির মধ্যে রয়েছে ঢাকা-৮ এলাকায় নারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা। তিনি জানিয়েছেন, “এ এলাকায় আধুনিক ও কার্যকর বিশেষ সিসিটিভি ব্যবস্থা চালু করা হবে, যাতে পথ চলাচলের সময় কোনো নারী স্ট্রিট হ্যারাসমেন্ট বা অনাকাঙ্ক্ষিত স্পর্শের শিকার না হন।”
আরও পড়ুন: সাগরপাড়ে বোল্ড লুকে হাজির ইয়ামিন হক ববি
বিজ্ঞাপন
এর পাশাপাশি মেঘনা আশ্বাস দিয়েছেন, ঢাকা-৮ এলাকায় একটি বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা হবে। এতে মানুষ নিরাপদে হেঁটে চলাচল ও সাইকেল ব্যবহার করতে পারবে। এছাড়া এলাকার মানুষের পুষ্টিচাহিদা, পরিচ্ছন্ন জীবনযাপন এবং সামাজিক ও আইনগত জ্ঞান বৃদ্ধিকেও অগ্রাধিকার দেওয়া হবে।
উল্লেখ্য, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শহীদ ওসমান হাদি ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। মেঘনা আলম তার স্থলাভিষিক্ত হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।









