বিপাকে বিজয় থালাপতি

দক্ষিণী সুপারস্টার বিজয় থালাপতি রূপালি পর্দা থেকে বিদায় নিয়ে রাজনীতির ময়দানে নামতে যাচ্ছেন—এমন প্রেক্ষাপটে তার শেষ সিনেমা ‘জন নয়গণ’ ভক্তদের কাছে ছিল আবেগ ও প্রত্যাশার প্রতীক। তবে সেই আবেগে বড় ধাক্কা দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। সেন্সর বোর্ডের আপত্তির মুখে ছবিটির মুক্তি নিয়ে তৈরি হয়েছে চরম আইনি জটিলতা।
বিজ্ঞাপন
আদালতের লড়াই ও নাটকীয় মোড় শুরুটা হয়েছিল সেন্সর বোর্ডের (সিবিএফসি) ছাড়পত্র না দেওয়াকে কেন্দ্র করে।গত ৯ জানুয়ারি সিনেমাটির মুক্তি পাওয়ার কথা থাকলেও সেন্সর জটিলতায় তা স্থগিত হয়ে যায়। নির্মাতা পক্ষ মাদ্রাজ হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ হলে আদালত দ্রুত সিনেমাটিকে ‘ইউএ-১৬’ সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দেয়। তবে সেই স্বস্তি স্থায়ী হয়নি।
মঙ্গলবার মাদ্রাজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের সেই আদেশ বাতিল করে দেয়। আদালত পর্যবেক্ষণে জানায়, সেন্সর বোর্ডকে তাদের বক্তব্য উপস্থাপনের জন্য পর্যাপ্ত সময় না দিয়েই ছাড়পত্র দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, যা সঠিক হয়নি। ফলে সিবিএফসির চূড়ান্ত অনুমোদন না পাওয়া পর্যন্ত ‘জন নয়গণ’ আপাতত প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না।
বিজ্ঞাপন
বিজয় থালাপতি যেহেতু এই সিনেমার পর স্থায়ীভাবে রাজনীতিতে নামছেন, তাই ছবিটির মুক্তি পিছিয়ে যাওয়ার পেছনে অনেকেই ‘রাজনৈতিক অভিসন্ধি’ খুঁজছেন। ভক্তদের আশঙ্কা, সিনেমার কোনো রাজনৈতিক বার্তা হয়তো কারো অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মুক্তির আগেই যেখানে ১ কোটি টাকার অগ্রিম টিকিট বিক্রি হয়ে গিয়েছিল, সেখানে এমন আইনি ধাক্কা প্রযোজকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
সুপ্রিম কোর্ট হয়ে মামলাটি পুনরায় মাদ্রাজ হাইকোর্টে ফিরেছে। ২০ জানুয়ারি দীর্ঘ শুনানি শেষে আদালত রায় স্থগিত রেখেছিল, যা মঙ্গলবার ঘোষিত হলো। এখন নতুন করে সিঙ্গল বেঞ্চে শুনানি শুরু হয়েছে। বিজয়ের ক্যারিয়ারের এই শেষ সিনেমাটি আদৌ আলোর মুখ দেখবে কি না, নাকি আইনি লড়াইয়ের গ্যাঁড়াকলে আটকে যাবে সেদিকেই তাকিয়ে আছে ভক্তরা।








