Logo

মারা গেলেন পাকিস্তানের খ্যাতিমান অভিনেতা খালিদ হাফিজ খান

profile picture
বিনোদন ডেস্ক
২৮ জানুয়ারি, ২০২৬, ১৭:৫০
মারা গেলেন পাকিস্তানের খ্যাতিমান অভিনেতা খালিদ হাফিজ খান
ছবি: সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা খালিদ হাফিজ খান মারা গেছেন। ১৯৯১ সালের আলোচিত টিভি ধারাবাহিক ‘গেস্ট হাউস’-এর এই অভিনেতা মঙ্গলবার ইসলামাবাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিজ্ঞাপন

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সম্প্রচার সংস্থা তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। খালিদের সাবেক সহঅভিনেতা আফজাল খানও বিষয়টি জানান। তিনি বলেন, মরহুমের জানাজা একই দিন মাগরিবের নামাজের পর ইসলামাবাদে অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন:

খালিদ হাফিজ খান ‘গেস্ট হাউস’ ধারাবাহিকে ‘মি. শামীম’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান। শামীম ছিলেন এক অতিথিশালার সৎ কিন্তু কৃপণ স্বভাবের মালিক। তার বিপরীতে শামীমের স্ত্রী রাহিলা চরিত্রে অভিনয় করেন সারওয়াত আতীক এবং জন র‍্যাম্বো চরিত্রে ছিলেন আফজাল খান। ধারাবাহিকটি সে সময় দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়।

বিজ্ঞাপন

এ ছাড়া খালিদ হাফিজ খান ১৯৮০ সালে নির্মিত ঐতিহাসিক ধারাবাহিক ‘নিশান-ই-হায়দার’-এও অভিনয় করেন। সেখানে তিনি পাকিস্তানের সর্বোচ্চ সামরিক সম্মানপ্রাপ্ত শহীদ ক্যাপ্টেন মোহাম্মদ সারোয়ারের চরিত্রে অভিনয় করেছিলেন।

আরও পড়ুন:

তার মৃত্যুর খবরে বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। অভিনেত্রী ঝালাই সারহাদি, ওমায়র রানা ও শাগুফতা এজাজসহ অনেকে সমবেদনা জানিয়েছেন। অভিনেত্রী বুশরা আনসারী সামাজিক যোগাযোগমাধ্যমে মরহুমের একটি ছবি শেয়ার করে লেখেন, “তার সঙ্গে আমাদের দীর্ঘ সম্পর্ক ছিল। শান্তিতে থাকুন, খালিদ ভাই।”

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD