Logo

যে কারণে মিজানুর রহমান আজহারীকে ধন্যবাদ জানালেন বর্ষা

profile picture
বিনোদন প্রতিবেদক
৩০ জানুয়ারি, ২০২৬, ১৭:৪৭
যে কারণে মিজানুর রহমান আজহারীকে ধন্যবাদ জানালেন বর্ষা
ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা বর্ষা সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামি বক্তা ও গবেষক ড. মিজানুর রহমান আজহারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শুক্রবার (আজ) বিকেল ৫টার দিকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, সম্প্রতি তিনি ‘এক নজরে কুরআন’ বইটি হাতে পেয়েছেন, যা পড়ার জন্য দীর্ঘদিন ধরে তার আগ্রহ ছিল।

বিজ্ঞাপন

স্ট্যাটাসে বর্ষা লিখেছেন, “আলহামদুলিল্লাহ, আমার অনেক ইচ্ছে ছিল এই বইটি পড়ার। আমি মোট তিনটি বই অর্ডার করেছিলাম, যার দুটি আমার বোনদের জন্য। বইটি হাতে পেয়ে আমি খুব আনন্দিত। জীবনে তেমন কিছু জানা না থাকলেও এই বইটি পড়ে অনেক কিছু জানতে পারব বলে আমার বিশ্বাস।”

তিনি আরও লেখেন, ড. মিজানুর রহমান আজহারীকে এই বইটি পড়ার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছেন এবং তার মঙ্গল কামনা করে দোয়া করছেন।

বিজ্ঞাপন

‘এক নজরে কুরআন’ বইটি কুরআনের মূল বিষয়বস্তু সহজভাবে তুলে ধরার উদ্দেশ্যে লেখা হয়েছে। ধ্রুমীয় জ্ঞান সহজভাবে উপস্থাপন করার জন্য ড. মিজানুর রহমান আজহারীর বিভিন্ন বই ও বক্তব্য ইতিমধ্যেই পাঠক ও দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

বর্ষার স্ট্যাটাসের পর ভক্তরা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। এস এম শিহাদ আলম লিখেছেন, “ম্যাডাম, বইটি পড়লে আপনি অনেক কিছুই জানতে পারবেন, আমি নিজে বইটি পড়েছি।” মো. শহিদুল ইসলাম মন্তব্য করেছেন, “শ্রেষ্ঠ পোস্ট করেছেন।”

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD