Logo

আমাদের উচিত সকলে একসঙ্গে প্রতিবাদ করা: শুভশ্রী

profile picture
বিনোদন ডেস্ক
৩০ জানুয়ারি, ২০২৬, ১৪:২৩
আমাদের উচিত সকলে একসঙ্গে প্রতিবাদ করা: শুভশ্রী
ছবি: সংগৃহীত

কলকাতার বনগাঁর একটি মঞ্চে মিমি চক্রবর্তীর সঙ্গে ঘটে যাওয়া হেনস্তার পর নেটদুনিয়ায় তোলপাড় শুরু হয়। এবার এই ইস্যুতে ওপার বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা শুভশ্রী গাঙ্গুলীও কথা বলেছেন।

বিজ্ঞাপন

সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে শুভশ্রী বলেন, শিল্পীদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি উল্লেখ করেন, ইদানীং সেলিব্রেটিরা, বিশেষ করে নারী তারকারা এক শ্রেণির মানুষের কাছে ‘সফট টার্গেট’ হয়ে দাঁড়াচ্ছেন।

শুভশ্রী বলেন, “যা ঘটছে তা কাম্য নয়। আমাদের সকলের উচিত একসঙ্গে এর প্রতিবাদ করা। আমরা প্রত্যেকে শিল্পী এবং সম্মানের জন্য কাজ করি। পারিশ্রমিক আমাদের পাওয়ার কথা, কিন্তু তা আমাদের সম্মান কিনে দেয় না।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “যারা সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য করেন, তাদের বলতে চাই, সমাজের দায়িত্ব শুধু আমাদের নয়, আপনারাও দায়বদ্ধ। তাই কিছু করার আগে ভেবে দেখুন।”

উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি মিমি চক্রবর্তীর সঙ্গে ঘটে যাওয়া হেনস্তার দায়ে অভিযুক্ত তনয় শাস্ত্রীকে তার নিজ বাসভবন থেকে গ্রেফতার করেছে পুলিশ। বনগাঁর সেই অনুষ্ঠানে মঞ্চ থেকে মিমিকে নামিয়ে দেওয়া নিয়ে এখনও তোলপাড় চলছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD