Logo

কেন শিল্পী সমিতি ছাড়ার ঘোষণা দিলেন ওমর সানী?

profile picture
জনবাণী ডেস্ক
২৬ মে, ২০২৪, ০১:৪৩
106Shares
কেন শিল্পী সমিতি ছাড়ার ঘোষণা দিলেন ওমর সানী?
ছবি: সংগৃহীত

তবে কী কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন সে বিষয়ে কিছু জানাননি ওমর সানী।

বিজ্ঞাপন

বেশ কয়েকদিন ধরেই বেশ আলোচনায় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেছেন পরাজিত প্রার্থী নিপুণ আক্তার। এ নিয়ে চলচ্চিত্রাঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়েছে। 

এরই মাঝে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ ছাড়তে ঘোষণা দিয়েছেন ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় মুখ চিত্রনায়ক ওমর সানী। শনিবার (২৫ মে) স্যোসাল মিডিয়ায় মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেতা নিজেই। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্ট্যাটাসে সানী লেখেন, ‘আমি আর শিল্পী সমিতিতে সদস্য হিসেবে থাকতে চাচ্ছি না, আমি কয়েকদিনের মধ্যে প্রেসিডেন্ট সাহেবের কাছে চিঠি পাঠাব। আমার সমস্ত শিল্পীর প্রতি শ্রদ্ধা রইল।’

তবে কী কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন সে বিষয়ে কিছু জানাননি ওমর সানী। কারণ জানতে যোগাযোগ করা হলে সাড়া দেননি তিনি। তবে বোঝা যাচ্ছে, সম্প্রতি শিল্পী সমিতি নিয়ে নানা বিতর্কের কারণেই সরে যেতে চাইছেন এই নায়ক। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অন্যদিকে, শুক্রবার (২৪ মে) নিজের ফেসবুক পেজে শিল্পী সমিতিকে নিয়ে প্রশ্ন ছুড়েছেন চিত্রনায়িকা বর্ষা। তিনি লেখেন, ‘শিল্পী সমিতি শিল্পীদের জন্য কী কাজে লাগে তা আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। যা জানি তা আর বললাম না। পাবলিকের এখন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার দরকার নাই। মানুষের এত ধৈর্য!’

একদিন পরই এবার সংগঠন ছাড়ার ঘোষণা দিলেন ওমর সানী। এর আগেও অবশ্য সানী এসব বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD