Logo

স্বামীকে নিয়ে কৃতজ্ঞতায় ভাসলেন শবনম ফারিয়া

profile picture
ক্রীড়া ডেস্ক
৩১ জানুয়ারি, ২০২৬, ১৭:০১
স্বামীকে নিয়ে কৃতজ্ঞতায় ভাসলেন শবনম ফারিয়া
ছবি: সংগৃহীত

আলোচিত মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া সম্প্রতি স্বামীকে নিয়ে নিজের গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসার কথা প্রকাশ করেছেন। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্বামীর সঙ্গে একটি ছবি পোস্ট করে আবেগঘন অনুভূতি শেয়ার করেন তিনি।

বিজ্ঞাপন

পোস্টে শবনম ফারিয়া লেখেন, আমার স্বামীকে দায়িত্ব নিতে দেখে, সত্যিকারের একজন পুরুষের মতো আচরণ করতে দেখে আমার হৃদয় কৃতজ্ঞতায় ভরে যায়। আল্লাহ আমাকে এত সহজ-সরল, নিষ্ঠাবান একটি আত্মা উপহার দিয়েছেন। এই যুগে এমন একজন মানুষ পাওয়া আল্লাহর পক্ষ থেকে সরাসরি একটি নিয়ামত ছাড়া আর কিছুই নয়।

বিয়ে নিয়ে আগে কিছু অনাগ্রহও ছিল শবনমের। তিনি বলেন, একটা সময় ছিল, যখন আবার বিয়ে করার ব্যাপারে আমি অনাগ্রহী ছিলাম। আমার কাছের মানুষরা আমাকে বলেছিল, ‘তুমি যথেষ্ট কষ্ট পেয়েছ। আল্লাহ তোমাকে অনেক পরীক্ষা করেছেন। ইনশা আল্লাহ, এখন থেকে সব কিছু ভালোই হবে।

বিজ্ঞাপন

নতুন ঘরে ওঠার অভিজ্ঞতাও শেয়ার করে তিনি বলেন, আমাদের নিজেদের ঘরে ওঠার মাত্র তিন দিন হয়েছে। এই কয়েক দিনের মধ্যে আমার শাশুড়ির ছোট ছেলেটাকে নিজের ঘরের কর্তা হিসেবে, একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে দায়িত্ব নিতে দেখছি-আর তাতেই আমার জীবন সত্যিই সার্থক মনে হচ্ছে।

গত বছরের সেপ্টেম্বর মাসে বিয়ে করেছেন শবনম ফারিয়া। তার স্বামী তানজিম তৈয়ব, রাজশাহীর ছেলে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি। বর্তমানে বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।

বিজ্ঞাপন

শবনম ফারিয়ার এই আবেগঘন পোস্টে স্পষ্ট হয়ে উঠেছে—তার কাছে বাস্তব সুখ মানে পারস্পরিক দায়িত্ববোধ, আন্তরিকতা ও বিশ্বাসে গড়া এক শান্ত সংসার।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD