Logo

রূপের জাদুতে তাক লাগালেন জয়া!

profile picture
বিনোদন ডেস্ক
৩১ জানুয়ারি, ২০২৬, ১৬:১১
রূপের জাদুতে তাক লাগালেন জয়া!
ছবি: সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এখন ক্যারিয়ারের সাফল্যের শীর্ষে রয়েছেন। সম্প্রতি কলকাতায় সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি। এই স্বীকৃতি পেয়েছেন সুমন মুখার্জি পরিচালিত চলচ্চিত্র ‘পুতুলনাচের ইতিকথা’-তে অনবদ্য অভিনয়ের জন্য।

বিজ্ঞাপন

সাফল্যের এই আনন্দঘন সময়ের মাঝেই সামাজিক মাধ্যমে নিজের নতুন কিছু ছবি শেয়ার করেছেন জয়া আহসান; যেখানে তার রূপের জাদুতে কাবু হয়েছেন তার ভক্ত-অনুরাগীরা।

বর্তমানে তিনি টালিগঞ্জে সময় কাটাচ্ছেন তিতি। সেখানকার বিভিন্ন ইভেন্টেও দেখা যাচ্ছে তাকে। শনিবার নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন জয়া আহসান। ছবিগুলোতে কলকাতার শিল্পীদের সঙ্গেও দেখা যায় জয়াকে।

বিজ্ঞাপন

ছবিগুলোতে তাকে স্লিভলেস হল্টার-নেক স্টাইল গোলাপি গাউন পরিহিত দেখা গেছে, যার ‘ওপেন ব্যাক’ ডিজাইন তাকে আধুনিক ও সাহসী লুক দিয়েছে। চুলে পরিপাটি পনিটেল, কানে ছোট টপ ও আভিজাত্যপূর্ণ মেকআপ তার ফ্যাশন সেন্স আরও উজ্জ্বল করেছে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন: গোলাপি আভা, অকৃত্রিম মুহূর্ত, চিরন্তন এক সন্ধ্যা…।

ছবির ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে বিভিন্ন পুরস্কারের ক্রেস্ট ও একটি অ্যান্টিক প্রজেক্টর, যা তার বর্ণাঢ্য ক্যারিয়ারেরই ইঙ্গিত দেয়।

বিজ্ঞাপন

অভিনয় দক্ষতার পাশাপাশি জয়ার চিরযৌবনা রূপ ও ফ্যাশন সেন্স বরাবরই প্রশংসিত। এই নতুন লুকেও তার ব্যতিক্রম হয়নি। তার পোস্টের নিচে ভক্তদের মন্তব্যের বন্যা বয়ে যাচ্ছে। এক ভক্ত লিখেছেন, ‘পিঙ্ক হিউসে জয়া আহসান মানেই আলাদা এক গ্রেস- ন্যাচারাল, ক্যান্ডিড আর চিরকালীন সৌন্দর্যের নিখুঁত মিল’। আরেকজন মন্তব্য করেছেন, ‘কি মিষ্টি লাগছে!’। আরেক ভক্ত লিখেছেন, ‘অসাধারণ ফ্যাশন সেন্স, চোখ ফেরানো দায়!’।

উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারিতে টালিউডে মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসানের নতুন সিনেমা ‘ওসিডি’, যা তার ব্যস্ততা এবং সাফল্যের গতি আরও বাড়াবে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD