Logo

কড়া ডায়েটে অজ্ঞান হয়ে হাসপাতালে অভিনেত্রী

profile picture
জনবাণী ডেস্ক
২৩ সেপ্টেম্বর, ২০২৪, ২৩:২৪
80Shares
কড়া ডায়েটে অজ্ঞান হয়ে হাসপাতালে অভিনেত্রী
ছবি: সংগৃহীত

। এর ফলে ৩ বার জ্ঞান হারান তিনি। এরপর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কলকাতার অভিনেত্রী পূজারিণী ঘোষ। কড়া ডায়েটের ফলে তার অসুস্থ হয়ে যান বলে জানা গেছে। 

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, কড়া ডায়েট অনুসরণ এবং স্ট্রেসের কারণে আচমকাই অভিনেত্রীর রক্তচাপ কমে যায়। এর ফলে ৩ বার জ্ঞান হারান তিনি। এরপর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পূজারিণী ঘোষের শারীরিক অবস্থা দ্রুত অবনতি হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, এখন তিনি আগের থেকে অনেকটাই সুস্থ।

বিজ্ঞাপন

মডেলিং জগত থেকে যাত্রা শুরু করে এসেছেন অভিনয়ে। গত বছরই মুক্তি পেয়েছে অভিনেত্রীর ‘কৈফিয়ৎ’ নামে একটি সিনেমা। এছাড়াও, অভিরূপ ঘোষ পরিচালিত ‘ওঝা’ ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি। 

বিজ্ঞাপন

এছাড়াও পূজার ঝুলিতে রয়েছে অন্য রূপকথা এবং আশমানি ভোর নামে দুটি ছবি।

টলিপাড়ায় বেশ কয়েক বছর রয়েছেন পূজারিণী। “জে এল ফিফটি”-র মতো হিন্দি ওয়েব সিরিজে অভয় দেওলের সঙ্গে অভিনয় করেছেন।

বিজ্ঞাপন

এক সাক্ষাৎকারে পূজারিণী জানান, “শুধুমাত্র খবরে থাকার জন্য কাজ করতে আমি রাজি নই। কাজের ক্ষুধা অবশ্যই আছে। কিন্তু যে কাজ আমাকে তৃপ্তি দেবে না, সে রকম চরিত্রে অভিনয় করতে রাজি নই।”

বিজ্ঞাপন

এদিকে, কাজের সংখ্যা কমলে টলিপাড়ায় অনেকেই নাকি নিরাপত্তাহীনতায় ভোগেন। পূজারিণী কিন্তু সে পথের যাত্রী নন।

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD