Logo

‘রঙিলা কিতাব’ নিয়ে আসছে পরীমনি

profile picture
জনবাণী ডেস্ক
২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:০২
51Shares
‘রঙিলা কিতাব’ নিয়ে আসছে পরীমনি
ছবি: সংগৃহীত

তখন চলচ্চিত্রের পাশাপাশি ব্যস্ত হয়ে পড়েন ওটিটিতেও

বিজ্ঞাপন

মাতৃত্বকালীন বিরতি শেষে গত বছরের শেষের দিকে অভিনয়ে ফেরেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। তখন চলচ্চিত্রের পাশাপাশি ব্যস্ত হয়ে পড়েন ওটিটিতেও। কাজ করেন ‘রঙিলা কিতাব’ নামে একটি সিরিজের। অবশেষে প্রতীক্ষিত সেই কাজটি আসতে চলেছে।

কিংকর আহসানের উপন্যাস ‘রঙিলা কিতাব’-এর ছায়া অবলম্বনে সাত পর্বের সিরিজটি নির্মাণ করেছেন পরিচালনা অনম বিশ্বাস। যৌথভাবে সিরিজের চিত্রনাট্য লিখেছেন অনম ও আশরাফুল আলম শাওন। জানা গেছে, আসছে অক্টোবরে স্ট্রিমিং হতে যাচ্ছে পরীমনি অভিনীত এই ওটিটি কনটেন্ট।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ওয়েব সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-তে শ্রীঘই মুক্তি পাবে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্ল্যাটফর্মটির ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। এ সময় ‘রঙিলা কিতাব’-এর অফিশিয়াল পোস্টারও শেয়ার করা হয়। ট্যাগলাইনে উল্লেখ করা হয়, ‘রক্তে রাঙা প্রেমের কিস্সা’!

‘রঙিলা কিতাব’-এ পরীর বিপরীতে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শ্যামল মাওলা, ফজলুর রহমান বাবু, জিয়াউল হক পলাশসহ আরও অনেকেই।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ওয়েব সিরিজটিতে একজন গ্যাংস্টারের স্ত্রীর চরিত্রে দেখা যাবে পরীমনিকে। এর আগে গত ৮ আগস্ট সিরিজটি মুক্তির কথা থাকলেও বাংলাদেশের আন্দোলন পরিস্থিতি বিবেচনায় মুক্তির সিদ্ধান্ত থেকে পিছিয়ে দেওয়া হয়।

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD