Logo

আরও ভালো গল্পের প্রতি আমার মনোযোগ থাকবে: তানিয়া বৃষ্টি

profile picture
জনবাণী ডেস্ক
৩০ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:৪৩
72Shares
আরও ভালো গল্পের প্রতি আমার মনোযোগ থাকবে: তানিয়া বৃষ্টি
ছবি: সংগৃহীত

নাটকের নাম 'চোখটা আমাকে দাও'

বিজ্ঞাপন

এই প্রজন্মের অন্যতম আলোচতি অভিনেত্রী তানিয়া বৃষ্টি। সদ্যপ্রকাশিত একটি নাটকে পতিতা চরিত্রে অভিনয় করেছেন তিনি। নাটকের নাম 'চোখটা আমাকে দাও'। এটি রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। নাটকটি প্রচারের পর দর্শকমহলে এই অভিনেত্রী বেশ প্রশংসা পাচ্ছেন বলে জানিয়েছেন।

এর আগেও সাগর জাহানের পরিচালনায় তানিয়া বৃষ্টি ‘ছোবল’, ‘মিস শিউলীর প্রেমিকেরা’, ‘চাবিওয়ালা’ নাটকে অভিনয় করেও অনেক প্রশংসিত হয়েছিলেন। তবে তার চেয়েও যেন অনেক বেশি প্রশংসার জোয়ারে ভাসছেন সাগর জাহানের ‘চোখটা আমাকে দাও’তে কাজ করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এই নাটকে তানিয়া বৃষ্টি একজন পতিতার চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন। আর তার বিপরীতে অভিনয় করেছেন সময়ের আলোচিত অভিনেতা জোভান। নাটকটি প্রচারের পর দর্শক মহলে তার অভিনয় নিয়ে নতুন আরও আলোচনার সৃষ্টি হয়েছে। অনেক পরিচালকও তার অভিনয় নিয়ে বেশ প্রশংসা করেছেন।

তানিয়া বৃষ্টি অভিনয়ের দুনিয়ায় তার নিজের মতো করেই চলেছেন। এই অভিনেত্রী তার মেধা, তার শ্রম দিয়ে ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করেই দর্শকের কাছে প্রিয় একজন অভিনেত্রী হিসেবে নিজেকে রূপান্তরিত করেছেন। অনেক পরিচালকও এখন বলেন, তানিয়া বৃষ্টি অন্য একটা লেভেলে চলে গেছেন, ভাবাই যায়না তিনি এতো ভালো অভিনয় করেন। তার সমসাময়িক অনেক শিল্পীর চেয়ে তার স্ক্রিপ্ট মুখস্থ করার বিষয়টিও অনেকের দৃষ্টি কেড়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তানিয়া বৃষ্টি বলেন, চোখটা আমাকে দাও-আমার ভীষণ প্রিয় একটি নাটক। এই নাটকে অভিনয়ের জন্য আমার নিজেরই যথেষ্ট প্রস্তুতি ছিল। সাগর ভাই আমার অত্যন্ত প্রিয় একজন নির্মাতা। তার নির্দেশনায় এর আগেও বেশকিছু ভালো গল্পের নাটকে অভিনয় করেছি। কিন্তু এই নাটকটি যেন আমার সবচেয়ে প্রিয় একটি নাটকে পরিণত হয়েছে। আমি ভীষণ কৃতজ্ঞতা প্রকাশ করছি সাগর ভাইয়ের প্রতি, অবশ্যই আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সহশিল্পী জোভানের প্রতিও। ধন্যবাদ চোখটা আমাকে দাও-এর পুরো ইউনিটের প্রতি। আগামীতে আরও ভালো ভালো অন্যরকম গল্পের প্রতি আমার মনোযোগ থাকবে।

মহিন খান পরিচালিত ‘তোরা মানুষ হবি কবে’, সাইদুর ইমনের ‘একদিন তুমি বুঝবে’, সোহেল রানা ইমনের ‘তুমি কি সেই তুমি’, গোলাম সোহরাব দোদুলের ‘মিথ্যুক মিহির আলী’ নাটকগুলোও ইউটিউবে সম্প্রতি প্রকাশিত হয়েছে। নাটকগুলোতে তানিয়া বৃষ্টির বিপরীতে আছেন শামীম হাসান সরকার, শাশ্বত দত্ত, নিলয় আলমগীর ও আরশ খান। 

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD