Logo

শাড়িতে নেটিজেনদের নজর কাড়লেন স্বস্তিকা মুখার্জি

profile picture
বিনোদন ডেস্ক
১৭ ডিসেম্বর, ২০২৫, ২২:১১
5Shares
শাড়িতে নেটিজেনদের নজর কাড়লেন স্বস্তিকা মুখার্জি
ছবি: সংগৃহীত

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। প্রায়ই অতিরিক্ত খোলামেলা হয়ে ধরা দেওয়ায় সমালোচনার পাত্রী হন অভিনেত্রী। এরপরও থামেননা, কটাক্ষ-বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে নিজের মতো করেই মেলে ধরেন নিজেকে।

বিজ্ঞাপন

কিছুদিন আগেই বিকিনি পরা লুকে কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন স্বস্তিকা। এ নিয়ে সমালোচনাও কম হয়নি। এবার অভিনেত্রীকে দেখা গেল শাড়ি পরা অবস্থায়; সেখানেও রেখেছেন উষ্ণতার ছাপ; যা নেটদুনিয়ায় ছড়িয়ে দেয় মুগ্ধতা।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে একগুছ ছবি প্রকাশ করেন স্বস্তিকা। দেখা যায়, হালকা ধূসর রঙের নকশা করা শাড়িতে অভিনেত্রী। সাদামাটা হলেও স্টাইলিশ একটা লুক ছিল তার মাঝে; ছিল আত্মবিশ্বাসী ভঙ্গিও। ছবিগুলোর ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘একটু উষ্ণতার জন্য।’

বিজ্ঞাপন

নেটিজেনরা তার এই লুক নিয়ে বেশ প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ‘পরী একটা, বিকিনি থেকে শাড়ি; সবকিছুতে সেরা।’ আরেকজন লিখেছেন, ‘বয়স বেশি, কিন্ত দেখতে কুমারী লাগছে।’

টালিউডের এই নায়িকা পর্দার বাইরেও তার পোশাক-ভাবনায় বরাবরই সাহসী। শাড়ি হোক কিংবা ওয়েস্টার্ন- সব ধরনের পোশাকেই তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে খোলামেলা পোশাকে হাজির হলে মাঝেমধ্যেই কটাক্ষ আর ট্রলের মুখে পড়তে হয় অভিনেত্রীকে।

বিজ্ঞাপন

সামাজিক মাধ্যমে ট্রল প্রসঙ্গে আগেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন স্বস্তিকা। একবার লিখেছিলেন, ‘জেঠুমার্কা লোকজন এসে আমাকে বুড়ি বলবে। যারা কচি বয়সে নির্লজ্জ, তারা বুড়ি হয়েও নির্লজ্জ থাকবে।’ বোঝালেন, তীর্যক মন্তব্যে একেবারেই গুরুত্ব দেন না তিনি।

উল্লেখ্য, এর আগে শনিবার (১৩ ডিসেম্বর) নিজের ৪৫তম জন্মদিন উপলক্ষে বিকিনি পরা একাধিক ছবি পোস্ট করে আলোচনায় আসেন স্বস্তিকা মুখার্জি। হলুদ ও সাদা চেক বিকিনিতে তোলা সেই ছবিগুলো নিয়েও কম বিতর্ক হয়নি। তবে সমালোচনার তোয়াক্কা না করে নিজের মতো করেই এগিয়ে চলছেন এই অভিনেত্রী; আর সেটাই যেন বারবার প্রমাণ করছেন স্বস্তিকা।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD