Logo

গানের তালে মঞ্চে নেচে কটাক্ষের মুখে তাসনিয়া ফারিণ

profile picture
জনবাণী ডেস্ক
৩০ ডিসেম্বর, ২০২৪, ০৭:৩৪
77Shares
গানের তালে মঞ্চে নেচে কটাক্ষের মুখে তাসনিয়া ফারিণ
ছবি: সংগৃহীত

অভিনয়ের পাশাপাশি নৃত্য শিল্পেও বেশ দক্ষ তিনি

বিজ্ঞাপন

ঢিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। নিজের অভিনয় দক্ষতা দিয়ে ভক্ত-অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছে বেশ পোক্ত ভাবেই। অভিনয়ের পাশাপাশি নৃত্য শিল্পেও বেশ দক্ষ তিনি। এবার কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) বিশেষ সম্মাননা পুরস্কার অনুষ্ঠানে নেচে নেচে মঞ্চ মাতালেন তাসনিয়া ফারিন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইতোমধ্যে অভিনেত্রীর নাচের ভিডিও নেট জনতাদের নজর কেড়েছে। ভিডিওতে দেখা যায়, ফারিণের পরনে কালো জিন্স পায়ে হাই হিলে গানের তালে তালে মঞ্চ মাতাচ্ছেন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে ফারিনের নাচ দেখে নেটিজেনরা বেশ কটাক্ষ করেছে। একজন ভিডিওর কমেন্ট বক্সে লিখেছেন, ‘নায়িকারা যতটা জনপ্রিয় হয়ে ওঠে তত তাদের ধীরে ধীরে পোশাকটাও ছোট হতে থাকে।

আরেকজনের নেটিজেন লিখেছেন, ‘তার জনপ্রিয়তা নষ্ট করেল সে নিজেই।’ বেলাল হোসেন নামে ফেসবুক ব্যবহারকারীর কথায়, ‘কাপড় আস্তে আস্তে আরো ছোট হয়ে যাবে। ব্যপার না। সস্তা জনপ্রিয়তা অর্জন করতে হবে।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, রাজধানীর একটি হোটেলে আয়োজিত সিজেএফবি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। অনুষ্ঠান শুরুর আগে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বিজ্ঞাপন

এদিকে ২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকে অভিনয় দিয়ে ছোট পর্দায় তাসনিয়া ফারিণের অভিষেক হয়। মায়ের ইচ্ছেতেই তিনি অভিনয় জীবনে পা রাখেন। ২০১৮ সালে তিনি বিকাশের একটি বিজ্ঞাপনে ক্রিকেটার মাশরাফি মর্তুজার সাথে কাজ করেন। একই বছর ফারিণ অভিনীত ভালোবাসা দিবসে ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকটি বেশ পরিচিতি এনে দেয় তাকে।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD