Logo

নাচ অশ্লীল, চোখে দেখা যায় না বলে কটাক্ষ, পাল্টা জবাব দিলেন উর্বশী

profile picture
জনবাণী ডেস্ক
১২ জানুয়ারী, ২০২৫, ০৫:৪১
28Shares
নাচ অশ্লীল, চোখে দেখা যায় না বলে কটাক্ষ, পাল্টা জবাব দিলেন উর্বশী
ছবি: সংগৃহীত

বছরের শুরুতেই বিতর্কে জড়ালেন বলিউডের জনপ্রিয় মডেল-অভিনেত্রী উর্বশী রাউতেলা

বিজ্ঞাপন

নুতুন বছরের শুরুতেই বিতর্কে জড়ালেন বলিউডের জনপ্রিয় মডেল-অভিনেত্রী উর্বশী রাউতেলা। 

গত ২ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘ডাকু মহারাজ’ সিনেমার ‘দাবিডি দিবিডি’ গান। সেখানেই উর্বশী ও প্রবীণ অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণের নাচ দেখে চক্ষ কপালে দর্শকদের। কীভাবে এমন ‘অশালীন’ নৃত্য প্রদর্শন করা যায়, তা গানমুক্তির পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী। এবার উর্বশীর ‘দাবিডি দিবিডি’ নাচ নিয়ে আপত্তি জানিয়েছেন স্বঘোষিত চিত্র সমালোচক কমল আর খান। উর্বশীর সিনেমাকে নীল সিনেমার সঙ্গে তুলনা করেছেন অভিনেত্রী। তাতেই গর্জে উঠলেন উর্বশী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডলে কমল আর খান লিখেছেন ‘এদের লজ্জা লাগে না এমন অশ্লীল নাচ নাচতে। তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির লজ্জা লাগা উচিত এমন নাচ যারা শুট করছেন। সিনেমার জায়গায় নীল ছবি তৈরি করতে পারেন তো। উর্বশীর লজ্জা লাগা দরকার এমন নাচ নেচে।’ 

এমন সমালোচনায় চুপ করে থাকেননি উর্বশী। পাল্টা জবাবে অভিনেত্রী লিখেছেন, ‘দেখেও হাসি পায়, যারা জীবনে তেমন কিছুই অর্জন করেননি, তারা অন্যের সমালোচনা করছেন। তা-ও কাদের, যারা দিবারাত্রি পরিশ্রম করছেন । আসল ক্ষমতা অন্যকে নিচু দেখানোর মধ্যে নয়, বরং তার কৃতিত্বকে তুলে ধরার মধ্যেই অন্তর্নিহিত।’

বিজ্ঞাপন

শুধু কমল আর খানি নয়, এ নাচের ভিডিও দেখার পর নেটিজেনদের একটি অংশ লিখেছেন ‘এ ধরনের নাচের ভঙ্গি কীভাবে কোরিওগ্রাফার তৈরি করতে পারেন? আর অভিনেতারাই বা কীভাবে এসব করতে রাজি হন। একেবারে জঘন্য। 

বিজ্ঞাপন

অন্য এক নেটিজেন লিখেছেন, ‘অশালীন নাচ দেখিয়ে কি ছবির অতিরিক্ত আয় হয়? এ ধরনের দৃশ্যের মাধ্যমেই বোধহয় ছবির প্রচার হচ্ছে। কেউ কেউ দাবি করেছেন, নারীদের জন্য এ ধরনের নাচের দৃশ্য অত্যন্ত অপমানজনক।’

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD