Logo

আমার কোনো ছেলে বন্ধু ছিল না : শিরিন শিলা

profile picture
জনবাণী ডেস্ক
২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:০৪
32Shares
আমার কোনো ছেলে বন্ধু ছিল না : শিরিন শিলা
ছবি: সংগৃহীত

ছেলেদের যে ব্যাচে পড়ানো হত, আমি সেই ব্যাচেও পড়তাম না।’

বিজ্ঞাপন

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শিরিন শিলা। খুববেশিদিন হয়নি প্রেমিককে বিয়ে করে সংসার পেতেছেন তিনি। গত বছরের অক্টোবরে দীর্ঘ ছয় বছর প্রেমের পরিণতি পায় অভিনেত্রীর। অথচ তিনি জানালেন, একটা সময় ছেলেদের থেকেই দূরে থাকতেন তিনি!

বিজ্ঞাপন

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের স্কুল জীবনের কথা বললেন শিরিন শিলা। ছেলেদের পেছনে পড়ে থাকা নিয়ে অভিনেত্রীর ভাষ্য, ‘একদিন স্কুল ছুটির পর দেখতে পেলাম কয়েকজন ছেলে আমার পেছন পেছন আসছে। কিন্তু ওরা আমাকে কিছু বলেনি, টিজ করেনি। আমি শুধু দেখলাম, আমার বাসা পর্যন্ত তারা ফলো করে চলে এসেছে। তখন বুঝতে পারলাম, ওরা যেহেতু কিছু বলছেও না, জিজ্ঞাসা করছে না- হয়ত আমার বাসা চেনার জন্যই অনুসরণ করেছে।’

বিজ্ঞাপন

এরপর নায়িকা বলেন, ‘আসলে আমি ছোটবেলা থেকেই ছেলেদের থেকে অনেক দূরে। কারণ আমি শুধু স্কুলে যেতাম, আসতাম। আর আম্মুর সাথে নাচের স্কুলে যেতাম। আবার ছোটবেলা থেকেই নাটকের শুটিংও করতাম, এ পর্যন্তই আমার সীমাবদ্ধতা।’

শিরিন শিলা আরও বলেন, ‘কিন্তু এই যে ছেলে-টেলে দেখা, আমার লাইফে আমি পাইনি। শুধু আম্মু স্কুলে নিয়ে যাওয়া আসা করত, ছোটবেলা থেকে এটাই হয়ে এসেছে। আমার কোনো ছেলে বন্ধুও ছিল না, মানে ছেলেদের যে ব্যাচে পড়ানো হত, আমি সেই ব্যাচেও পড়তাম না।’ 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, যদিও ক্যারিয়ারে তেমন কোনো উল্লেখযোগ্য সিনেমায় কাজ করেননি অভিনেত্রী। তবে ২০২৪ সালে মুক্তি পেয়েছিল তার ‘শেষ বাজি’ সিনেমা। সেখানে তার বিপরীতে অভিনয়ে ছিলেন নায়ক সাইমন সাদিক। এছাড়াও এই নায়িকা একবার আলোচনায় এসেছিলেন, এক প্রতিবন্ধী ছেলে তাকে জড়িয়ে চুমু দিতে চাওয়ার ভিডিও ভাইরাল করে। 

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD