এবার রানু মণ্ডলের সঙ্গে হিরো আলম
12Shares

ছবি: সংগৃহীত
বর্তমানে কলকাতায় অবস্থান করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত-সমালোচিত ইউটিউবার হিরো আলম। সেখানে যাওয়ার পর শনিবার (৯ এপ্রিল) ‘কাঁচা বাদাম’খ্যাত ভূবন ব...
বিজ্ঞাপন
বর্তমানে কলকাতায় অবস্থান করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত-সমালোচিত ইউটিউবার হিরো আলম। সেখানে যাওয়ার পর শনিবার (৯ এপ্রিল) ‘কাঁচা বাদাম’খ্যাত ভূবন বাদ্যকরের সঙ্গে একটি গানে কণ্ঠ দিয়েছেন।
এরপর রানু মন্ডলের সঙ্গে ‘তুমি ছাড়া আমি’ শিরোনামের আরও একটি গানে কণ্ঠ দিলেন হিরো আলম।
বিজ্ঞাপন
হিরো আলমের নতুন সিনেমা ‘বউ জামাইয়ের লড়াই’-এ গানটি ব্যবহার করা হবে।
শনিবার সন্ধ্যায় কলকাতার লেকসিটির একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং করা হয়েছে। এটির কথা লিখেছেন এফ এ প্রীতম। সংগীত পরিচালনা করেছেন মেহেদী বাপন। রেকর্ডিংকরেছেন দেব ও নৃপাংশু শেখর।
বিজ্ঞাপন
গানটি প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘রানু দিদি তো সত্যিকার অর্থে ভালো গায়িকা। তার কণ্ঠ শুনে বলিউড থেকে হিমেশ রেশামিয়া এসেছেন, তাঁকে বলিউডে গান গাওয়ার সুযোগ করে দিয়েছেন। তার সঙ্গে গাইতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি কলকাতায় এসে দুটি গান করেছি, দুটি গানই ভালো হবে।’
গানটি যৌথভাবের প্রযোজনা করেছে যাত্রাপালা এবং হিরো আলম অফিশিয়াল। এই গানের ভিডিও পরিচালনা করবেন সালাউদ্দিন গোলদার (বাচ্ছা)।
ওআ/
বিজ্ঞাপন








